Barak UpdatesHappenings

ভাষাশহিদ স্টেশন নামকরণে রাজদীপ গোয়ালার সাহায্য চেয়ে স্মারকলিপি

১২ অক্টোবর: ভাষাশহিদ স্টেশন নামকরণে রাজ্য সরকারের ওপর চাপ সৃষ্টির আর্জি জানিয়ে সোমবার বিধায়ক রাজদীপ গোয়ালার সঙ্গে সাক্ষাৎ করলেন চার সদস্যের এক প্রতিনিধি দল৷ তাঁরা এক স্মারকলিপি দিয়ে বিধায়ক গোয়ালাকে বলেন, কেন্দ্র অনুমোদন জানিয়েই রেখেছে৷ এখন বল রাজ্য সরকারের কোর্টে৷ তাঁরা বলেন, কোনও এক সংগঠন শিলচর রেলস্টেশন বীর শম্ভুধন ফাংলোর নামে করার প্রস্তাব দেওয়াতেই রাজ্য সরকার কেন্দ্রের অনুমোদিত প্রস্তাবটি স্থগিত রেখে দিয়েছে৷ তাই বরাক উপত্যকার প্রতিনিধি হিসাবে রাজ্য সরকারকে বুঝিয়ে বলার জন্য রাজদীপ গোয়ালাকে আর্জি জানান৷
রাজদীপবাবু অবশ্য জানান, তিনি এর আগেও এ নিয়ে কথা বলেছেন৷ নিজে একবার ভাষাশহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতির প্রতিনিধি দলে ছিলেন৷ এ ছাড়া, বিধানসভার অধিবেশনেও এই দাবি আদায়ে কথা বলেছেন৷

সোমবার রাজদীপবাবুর সঙ্গে আলোচনাকালে উপস্থিত ছিলেন শহিদ স্মরণ সমিতির সাধারণ সম্পাদক ডা. রাজীব কর, রূপমের সাধারণ সম্পাদক নিখিল পাল, জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়াম সচিব দেবাশিস সোম এবং বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক সমিতির সম্পাদক উত্তমকুমার সাহা৷

স্মারকলিপিতে স্বাক্ষর করেন ভাষাশহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতির সভাপতি বাবুল হোড়, নিখিল পাল, বিশ্বতোষ চৌধুরী ও ইমাদউদ্দিন বুলবুল৷ গত ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত বর্ধিত সভায় তাঁরাই ছিলেনসভাপতিমণ্ডলীতে৷ সেই সভার সিদ্ধান্ত অনুসারেই বিধায়কদের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দেওয়ার কাজ শুরু হয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker