Barak UpdatesHappeningsBreaking News
ভারত বিকাশ পরিষদের উধারবন্দ শাখা গঠিত
ওয়েটুবরাক, ১৫ জুলাইঃ ভারত বিকাশ পরিষদের উদ্যোগে কাছাড় জেলার উধারবন্দস্থিত শ্রীশ্রী কাঁচাকান্তি মন্দির প্রাঙ্গণে সংস্থার উধারবন্দ শাখা গঠনের উদ্দেশ্যে গত রবিবার এক সভার আয়োজন করা হয়। পৌরহিত্য করেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। সভায় সর্বসম্মতি ক্রমে অংশুমান দত্তকে সভাপতি, সুপ্রিয় আচার্যকে সম্পাদক ও তাপস পুরকায়স্থকে কোষাধ্যক্ষ হিসাবে মনোনীত করে মোট আঠারো সদস্য বিশিষ্ট উধারবন্দ শাখা কমিটি গঠন করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারত বিকাশ পরিষদের শিলচর শাখার প্রতিষ্ঠাতা সদস্য অংশুকুমার রায়, সংস্থার প্রাক্তন সভাপতি রজত ঘোষ, প্রসেনজিৎ দাশগুপ্ত, বিভূতি ভূষণ চন্দ, অনিরুদ্ধ দেবরায় প্রমুখ।
সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মিহিরকান্তি সোম বলেন, স্বামী বিবেকানন্দ হচ্ছেন যুব সমাজের আদর্শ। উনার আদর্শকে পাথেয় করে কাজ করছে ভারত বিকাশ পরিষদ। কাজেই দেশ গঠনে বিবেকানন্দের আদর্শ অনুসরণ করে এগিয়ে চলতে হবে যুব সমাজকে । তিনি ভারত বিকাশ পরিষদের উধারবন্দ শাখার উন্নয়নে সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বিধায়ক বলেন, সমাজের শেষ পংক্তির মানুষের কল্যাণে ভারত বিকাশ পরিষদ দীর্ঘ দিন ধরে কাজ করে আসছে৷ জনকল্যাণে কাজ করা এই সংস্থার ভূয়সী প্রশংসা করেন তিনি৷
ভারত বিকাশ পরিষদ তাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে কী ধরনের সেবা মূলক কাজ করে আসছে এ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য অংশু কুমার রায়। তিনি সংস্থার নিয়ম নীতি সম্পর্কে সবাইকে ওয়াকিবহাল করেন। বরাক উপত্যকায় কীভাবে এই সংস্থা বিস্তারলাভ করেছে তা বিশদ ভাবে আলোচনা করেন তিনি।
তা ছাড়াও ভারত বিকাশ পরিষদ প্রান্তিক মানুষের কল্যাণে কীভাবে কাজ করে যাচ্ছে এনিয়ে বক্তব্য তুলে ধরেন রজত ঘোষ, প্রসেনজিৎ দাশগুপ্ত প্রমুখ।