Barak UpdatesHappeningsBreaking News
শিলচর থেকে বেঙ্গালুরুর সরাসরি বিমান পিছিয়ে ২ মার্চ থেকেInauguration of Silchar-Bengaluru flight service deferred to 2 March
২০ ফেব্রুয়ারি : শিলচর থেকে বেঙ্গালুরু পর্যন্ত সরাসরি বিমান পরিষেবা রবিবার থেকে শুরু হচ্ছে না। এ বার ইন্ডিগো এয়ার লাইন্সের এই বিমান পরিষেবা শুরু হচ্ছে আগামী ২ মার্চ থেকে। শিলচর বিমান বন্দর অথরিটির একটি সূত্র এ কথা জানিয়েছে। বিমান পরিষেবা শুরুর দিন পরিবর্তন হলেও যাবতীয় নিয়মনীতি আগের মতই থাকছে।
প্রতি সপ্তাহে এই বিমান সরাসরি বেঙ্গালুরু যাবে তিনদিন। বিমানটি কুম্ভীরগ্রাম বিমান বন্দরে অবতরণ করবে সকাল ১১টা ৩৫ মিনিটে। তারপর দুপুর ১২টা ১৫ মিনিটে এটি বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দেবে। উল্লেখ্য, শিলচর ও বেঙ্গালুরুর মধ্যে এর আগেও বিমান পরিষেবা শুরু হয়েছিল। কিন্তু কিছুদিন পর তা বন্ধ হয়ে যায়।