Barak UpdatesCultureBreaking News
ভাবীকালের নাট্যভাবনা : নাট্য কর্মশালা, ২০২২ এক অনন্য প্রয়াস
ওয়েটুবরাক, ৮ নভেম্বর : শিলচরের ব্যতিক্রমী নাট্য সংগঠন ভাবীকাল ও আরএসি আসাম ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে গত ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত একঝাঁক তরুণ তরুণীদের নিয়ে শিলচর শহরের বুকে ৫ দিবসীয় যুব নাট্য কর্মশালার আয়োজন করা হয়। এ বছর এই যুব নাট্য কর্মশালার পাশাপাশি ভাবীকাল শিলচর নেতাজি হাই স্কুল এবং ডিএনএনকে হাইস্কুলে ছাত্রীদের নিয়ে কর্মশালার মাধ্যমে নাট্য প্রশিক্ষণ প্রদান করে । ডিগবয় সহ আসামের বিভিন্ন প্রান্ত থেকে প্রশিক্ষণার্থীরা শুধুমাত্র এই যুব নাট্য কর্মশালায় অংশগ্রহণ করার জন্য শিলচরে এসেছে। শিবির সঞ্চালক তথা মুখ্য প্রশিক্ষক হিসেবে ছিলেন ভাবীকালের নির্দেশক শান্তনু পাল এবং আমন্ত্রিত প্রশিক্ষক হিসেবে ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক অনিন্দ্য সেন, নাট্যকর্মীদ্বয় পল্লব ভট্টাচার্য ও অনুপম সিংহ।
গত ৩ নভেম্বর ছিল সেই নাট্য কর্মশালার সমাপনী অনুষ্ঠান । অনুষ্ঠিত হয়েছিল হাইলাকান্দি রোডস্থিত মাতৃ ভবনে । ভাবীকালের সভাপতি রঞ্জন কুমার দাসের স্বাগত ভাষণের মাধ্যমে এই ৫ দিবসীয় যুব নাট্য কর্মশালার সমাপনী অনুষ্ঠানের শুভারম্ভ হয় । অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীরা নাট্য কর্মশালায় তৈরি করা ‘দর্পণ’ নামে একটি ছোট্ট নাটক পরিবেশন করে । তারপর ভাবীকালের শিশু শিল্পীরা দেবস্মিতা দাস ও সুপ্রিয়া সিনহা রচিত ‘নহ্ণী সি চিরিয়া’ নামে এক শিক্ষামূলক নাটিকা উপস্থাপন করে। নাটিকাটির সামগ্রিক ভাবনা ও পরিচালনায় ছিলেন শান্তনু পাল। প্রত্যেকের সাবলীল অভিনয় দর্শকদের মন কেড়ে নেয় ।
প্রাসঙ্গিক বক্তব্য রাখেন শিলচর গ্রিনল্যান্ড ইনার হুইল ক্লাবের সভাপতি সুপ্রিয়া চক্রবর্তী, গ্রিনল্যান্ড রোটারি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অসীম ভট্টাচার্য, আসাম বিশ্ববিদ্যালয় রোটারেক্ট ক্লাবের সভাপতি বিদিশা সুকাই, শিলচর নেতাজি হাই স্কুলের শিক্ষিকা তনুশ্রী পাল এবং শান্তনু পাল।
তাঁরা বলেন, এই যুব নাট্য কর্মশালার উদ্দেশ্য, বৈজ্ঞানিক পদ্ধতিতে এই উপত্যকায় নব প্রজন্মের মননে নাট্য শিক্ষার মাধ্যমে নাটকের প্রচার ও প্রসার করা ।
সেদিন যুব নাট্য কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেক প্রশিক্ষণার্থীদের হাতে প্রশংসা পত্র তুলে দেওয়া হয় ৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন ভাবীকালের নাট্যকর্মী সুব্রত রায়।
প্রসঙ্গত, ভাবীকাল ২০০৬ সাল থেকেই প্রতি বছর এই উপত্যকায় এবং উপত্যকার বাইরে বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে নাট্য কর্মশালার আয়োজন করে আসছে।