Barak UpdatesHappeningsBreaking News

ভাঙার রেল ইয়ার্ডে চরম দুরবস্থা, ক্ষুব্ধ ব্যবসায়ীরা

ওয়েটুবরাক, ৯ জুন : বরাক উপত্যকার অত্যাবশ্যকীয় পণ্যসামগ্রী আনলোডিং করার একমাত্র রেল ইয়ার্ডটি যেন অভিভাবকহীন! বড় বড় গর্তের দরুন শ্রমিকরা হাত-পা ভাঙার ভয়ে স্বাভাবিক দরে কাজ করতে চান না৷ অতিরিক্ত মজুরির দরুন ব্যবসায়ীরা লোকসানে পড়ছেন৷ কিন্তু ভাঙা রেল ইয়ার্ডের দুরবস্থার কথা শোনার মতো কেউ নেই৷ কয়েক বছর ধরে অবস্থা ক্রমাবনতির দিকে, কিন্তু দফায় দফায় জানিয়েও প্রতিকার মিলছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের৷

Rananuj

তাঁরা বলেন, যেখানে ট্রেনের ওয়াগন থেকে মাল নামানো হয়, সেখানে জেসিবি লাগিয়ে পাথর এমন ভাবে তোলা হয়েছে যে বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়েছে৷ এতটাই গভীর গর্ত যে, কোথাও কোমর জল, কোথাও হাঁটু জল৷ ওইসব জায়গায় আনলোডিং বিপজ্জনক, কিন্তু রেল কর্তৃপক্ষের হেলদোল নেই৷ অথচ আনলোডিংয়ে দেরি হলে ফাইন আদায় করতে দ্বিধা করে না৷

বরাকের তিন জেলার ব্যবসায়ীরা জোট বেঁধে ভাঙা ইয়ার্ডে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন৷ তাঁরা সতর্ক করে দেন যে, এই পরিস্থিতিতে তাদের রেলে পণ্য আনা বন্ধ করতে হবে৷ সে ক্ষেত্রে সড়কপথে পণ্য আনতে হবে৷ তাতে মূল্যবৃদ্ধি ঘটবে বলেও তাঁরা আগাম জানিয়ে রাখেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker