NE UpdatesBarak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News

বেশ কিছু ট্রেন বাতিল

ওয়েটুবরাক, ২ অক্টোবর :  উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুর ডিভিশনে কলাইগ্রাম-গুমানি হাট সেকশনে ডাবল লাইনের কাজের অঙ্গ হিসাবে বিভিন্ন স্টেশনের মধ্যে আগামী ৭ অক্টোবর পর্যন্ত নন-ইন্টারলকিং চলবে৷ তাই মোট ৬৪টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে৷ রাস্তা পাল্টে দেওয়া হয়েছে ২১ ট্রেনের৷

বাতিল করা ট্রেনগুলির মধ্যে রয়েছে ৪ অক্টোবরের দেওঘর-আগরতলা, ৯ অক্টোবরের আগরতলা-দেওঘর, ৫ অক্টোবরের শিলচর-কোয়েম্বাটোর, ১০ অক্টোবরের কোয়েম্বাটোর-শিলচর, ৬ অক্টোবরের শিলচর-শিয়ালদহ স্পেশাল এবং শিয়ালদহ-শিলচর স্পেশাল, ৪ অক্টোবরের শিলচর-নিউ দিল্লি স্পেশাল, ৭ অক্টোবরের নিউ দিল্লি-শিলচর স্পেশাল, ৪ অক্টোবরের আগরতলা-আনন্দ বিহার, ৬ অক্টোবরের আনন্দ বিহার-আগরতলা, ৪ অক্টোবরের সেকেন্দ্রাবাদ-আগরতলা স্পেশাল এবং ৮ অক্টোবরের আগরতলা-সেকেন্দ্রাবাদ স্পেশাল৷

এ ছাড়া, আজ শনিবার আগরতলা থেকে দেওঘরের উদ্দেশে রওয়ানা হয়েছে যে স্পেশাল ট্রেন, সেটি রুট বদলে শামুকতলা রোড, আলিপুরদুয়ার জংশন, শিলিগুড়ি জংশন হয়ে এগিয়ে যাবে৷ রবিবারের আগরতলা-হাবিবগঞ্জ স্পেশাল নিউ কোচবিহার, মাথাভাঙা, রানিনগর, জলপাইগুড়ি হয়ে যাবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker