India & World UpdatesHappenings

বুদ্ধদেব বাবুর স্ত্রী মীরা ভট্টাচার্য কোভিড মুক্ত, এখনও আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী

২৪ মে ঃ করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। বেশ কিছুদিন আগে দেহে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। করোনার উপসর্গ ও শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় বুধবার দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেই হাসপাতাল সূত্রেই খবর, সোমবারই মীরা দেবীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। সেই সঙ্গে চিকিত্‍সকরা জানিয়েছেন, আগামী ৭ দিন তাঁকে বাড়িতেই হোম আইসোলেশনে থাকতে হবে।

Rananuj

আপাতত মীরা দেবীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁর অঙ্গ প্রত্যঙ্গ সবই ঠিকঠাক কাজ করছে। শ্বাস কষ্টের সমস্যাও আপাতত নেই তাঁর। স্ত্রী মীরা দেবীর সঙ্গেই করোনা আক্রান্ত হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যও। স্ত্রী হাসপাতালে চিকিত্‍সাধীন হলেও বাড়িতে থেকেই এই মুহূর্তে চিকিত্‍সাধীন রয়েছেন তিনি। করোনার উপসর্গের পাশাপাশি শ্বাস প্রশ্বাসের সমস্যা থাকলেও তিনি হাসপাতালে গিয়ে চিকিত্‍সা করাতে রাজি হননি। গত মঙ্গলবার তাঁদের দুজনেরই পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। রিপোর্ট পজিটিভ আসার পরই মীরা দেবীর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি ঘটলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker