India & World UpdatesAnalyticsBreaking News
বিহারে এনডিএ-র নেতা নির্বাচিত নীতীশ কুমার
১৫ নভেম্বর : টানা চতুর্থবারের জন্য বিহারে মুখ্যমন্ত্রী পদে বসছেন নীতিশ কুমার। নীতিশ কুমার আরও এক দফায় বিহারের মুখ্যমন্ত্রী থাকবেন বলে এনডিএ-র বিধায়ক দল রবিবার বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে। বিহারে সদ্য সমাপ্ত নির্বাচনে এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এর আগে নীতীশ কুমার সাংবাদিকদের বলেছিলেন, সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তখনই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কী সিদ্ধান্ত নেওয়া হবে তা আপনাদের বৈঠকের পর জানিয়ে দেওয়া হবে।”
নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী পদে থাকবেন, বিজেপির এই আশ্বাস সত্ত্বেও জেডিইউ-এর খারাপ ফল এ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল। জেডিইউ কয়েক দশক ধরে রাজ্যে জোটের বড় শরিক থাকলেও এবার মাত্র ৪৩টি আসন পেয়েছে, যা বিজেপির ৭৪টির থেকে অনেক কম। ২০১৫এ তারা পেয়েছিল ৭১টি আসন।নির্বাচনের পর নীতিশ কুমার বলেছিলেন, এনডিএ ঠিক করবে কে মুখ্যমন্ত্রী হবেন। এই বিবৃতিতে কিছুটা সংশয়ের ছায়া ছিল। তা রবিবারের বৈঠকে কেটে গেল।
তবে বিধানসভা ভোটের আগেই এনডিএ ঘোষণা করেছিল নীতিশ কুমার তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। এখন প্রশ্ন, চিরাগ যিনি নীতিশ মুক্ত বিহারের শ্লোগান তুলে ভোটে লড়েছেন, তিনি বিহারে শাসক জোটের অংশ থাকবেন কি না। ভোটের আগে বিজেপি বলেছিল. যারা নীতিশ কুমারের নেতৃত্ব মেনে নেবে না তারা এনডিএ-এর অংশ বলে বিবেচিত হবে না। বিজেপি কোনও পদক্ষেপ না করায় হতাশ নীতিশ কুমার ভোটের পর কিছুটা তিক্ততার সঙ্গে বলেছিলেন, যারা ভোট কেটেছে তাদের নিয়ে বিজেপিই সিদ্ধান্ত নিক।