Barak UpdatesHappeningsBreaking News
বিশ্ববিদ্যালয়ে পারফর্মিং আর্টস বিভাগের বক্তৃতামালা
ওয়ে টু বরাক, ৭ এপ্রিল ঃ আসাম বিশ্ববিদ্যালয়ের পারফর্মিং আর্টস্ বিভাগের উদ্যোগে “পারফর্মিং আর্ট থ্রু ডিফারেন্ট লেন্সেস” শীর্ষক বক্তৃতামালা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১টায় বিভাগের উন্মুক্ত প্রাঙ্গণে বৃক্ষরোপনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর বিভাগের মাল্টিপারপাস হলে উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ, আমন্ত্রিত বিশেষ বক্তা অধ্যাপক সঞ্জয় বন্দ্যোপাধ্যায় এবং অধ্যক্ষ অধ্যাপক জিপি পান্ডে ফিতে কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এরপর প্রদীপ প্রজ্জ্বলন এবং পারফর্মিং আর্টস্ বিভাগের ছাত্রছাত্রীদের সমবেত কণ্ঠে “আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও” গান দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বিভাগীয় প্রধান ডঃ পিন্টু সাহা স্বাগত বক্তব্য রাখতে গিয়ে বলেন, বয়সে নবীন পারফর্মিং আর্টস্ বিভাগ এই বিশ্ববিদ্যালয়ে দ্রুত নিজের উচ্চ স্থান তৈরি করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং তার জন্য তিনি সমস্ত কৃতিত্ব বিভাগের ছাত্রছাত্রীদের দেন। তিনি আরও বলেন, বর্তমানে উপাচার্যের ক্রমাগত উৎসাহ প্রদানে এই বিভাগ নতুন করে স্বপ্ন দেখতে সক্ষম হয়েছে।
অধ্যাপক জিপি পান্ডে নিজের বক্তব্যে পারফর্মিং আর্টস্ বিভাগকে তাঁর নিরন্তর কাজের জন্য অভিনন্দন জানান এবং এই বিশেষ বক্তৃতামালার আয়োজনকে শিক্ষাক্ষেত্রে একটি অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেন। এই বক্তৃতামালার প্রথম বক্তৃতার বিষয় ছিল “কবিতা, চিত্রকলা, স্নায়ুবিজ্ঞান এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে ভারতীয় রাগসঙ্গীতের সংযোগ স্থাপন : রাগসঙ্গীত এবং তার উপযোগিতার সম্ভাবনার গভীরতর বোধের খোঁজে”।
অধ্যাপক সঞ্জয় বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে ভারতীয় শিল্পকলা যে বিভিন্ন ধারায় বিস্তৃত হয়ে আছে সে ব্যাপারে আলোকপাত করেন। দ্বিতীয় বক্তৃতার বিষয় ছিল “সৃষ্টিশীলতার অঙ্গনে আপনার বিপনন”। বক্তৃতার পর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্ব শেষে বিভাগের পক্ষ থেকে জগন্নাথ বর্মন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।