Barak UpdatesHappeningsCultureBreaking News
বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উদযাপন উইমেন্স কলেজে
ওয়েটুবরাক, ১০ মে: জন্মদিনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করল উইমেন্স কলেজ শিলচর। মঙ্গলবার কলেজের ভগিনী নিবেদিতা প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড: দেবশ্রী দত্ত সহ শিক্ষক শিক্ষিকা, ছাত্রীবৃন্দ।
নিজের বক্তব্যে ড: দেবশ্রী দত্ত বলেন, আমরা কবিপ্রণাম অনুষ্ঠান করছি বটে, তবে আমরা কি সত্যি তার অসীম সৃষ্টি নিয়ে ভাবছি ! ভাবনার জন্য শুধু রবীন্দ্র জয়ন্তী নয়, কবির সৃষ্টি প্রতিদিন চর্চা করা প্রয়োজন। রবীন্দ্রনাথ যে তাঁর সৃষ্টিতে বলে গেছেন মানুষ ও প্রকৃতিকে ভালোবাসতে, সে কথা ড. দত্ত গুরুত্বের সঙ্গে ছাত্রীদের শোনান। কলেজের বাংলা বিভাগের প্রধান ড: সর্বানী বিশ্বাস বলেন, মানুষের মধ্যে অমরত্বের আকাঙ্খা আছে । জীবনের উত্থান-পতনে মানুষ রবীন্দ্রনাথের সৃষ্টি আঁকড়ে ধরেন। তিনি আশাবাদী, বর্তমান প্রজন্ম আগামীতে রবীন্দ্র চর্চায় ডুবে নতুন দিশা খুঁজে পাবে। রাবীন্দ্রিক পরিবেশে নাচ, গান ও আবৃত্তির মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধা নিবেদন করে কলেজের ছাত্রীরা। শিক্ষিকা ও ছাত্রীদের দ্বারা পরিবেশিত হয় দুটি সমবেত রবীন্দ্র সংগীত। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।