Barak UpdatesHappeningsBreaking News
বরাক বঙ্গের দূর-শিক্ষার অনলাইন এন্ট্রান্স রবিবার
৪ নভেম্বর: বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের ‘দূর-শিক্ষাকেন্দ্র’ পরিচালিত বাংলা ডিপ্লোমা কোর্সে ভর্তির প্রবেশিকা পরীক্ষা (entrance test) আগামী ৮ নভেম্বর রবিবার অন-লাইনে নেওয়া হবে। পরীক্ষা চলবে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এবং সোয়া ১২টার মধ্যে নিজ হস্তাক্ষরে সাদা কাগজে লিখিত উত্তরপত্র ছবি তুলে দূর-শিক্ষাকেন্দ্র প্রদত্ত ই-মেল বা গুগোল ক্লাসরুমে আপলোড করতে বলা হয়েছে। আবেদনকারীদের ৮ তারিখ সকাল পৌনে ১১টার মধ্যে অন-লাইনে থেকে শিক্ষাকেন্দ্র প্রদত্ত নির্দেশ মতো ৩০ মার্কের ওই পরীক্ষায় বসতে হবে।
যে সব আবেদনকারী মাধ্যমিক স্তরে বাংলা পড়েছেন এদের কোনও প্রবেশিকা পরীক্ষা দিতে হবে না। এদের আবেদনপত্র যথাযথ থাকলে এরা নির্ধারিত দিনে সরাসরি ভর্তি হতে পারবেন। উত্তরপত্র যাচাই করে ফলাফল জানিয়ে আগামী ১৫ থেকে ২২ তারিখের মধ্যে এদের ভর্তি প্রক্রিয়া শেষ করা হবে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক সঞ্জীব দেবলস্কর৷