Barak UpdatesHappeningsBreaking News
বরাকে এখন ওমিক্রনই চলছে, সতর্ক করে দিলেন উপাধ্যক্ষ
ওয়েটুবরাক,15 জানুয়ারিঃ ডাবল ডোজ নিলে কখনও কোভিডে আক্রান্ত হতে হবে না, এই ধারণা এরই মধ্যে ভুল প্রমাণিত হয়ে গিয়েছে। এমনকী খোদ শিলচর মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. ভাস্কর গুপ্ত প্রতিষেধক গ্রহণ করেও কোভিডে আক্রান্ত হয়েছেন। তবে তাঁর অভিজ্ঞতা, প্রতিষেধক নেওয়া থাকলে যন্ত্রণা অনেকটাই কম হয়। বিশেষ করে, তখন ফুসফুসে কোনও প্রভাব ফেলতে পারে না। সে জন্য আগে যে হারে কোভিডে মৃত্যু ঘটেছে, এখন তা অনেকটাই কম ।
বরাক উপত্যকায় যে এখন করোনার তৃতীয় ঢেউ অর্খাত ওমিক্রনের সংক্রমণ চলছে, তাও জানিয়েছেন ডা. গুপ্ত। তিনি বলেন, এ জন্যই এত ব্যাপক হারে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। অধিকাংশেরই জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, মাথা ব্যথা। কিন্তু বিশেষ কোনও জটিলতা নেই। চার-পাঁচদিনে সুস্থ হয়ে উঠছেন। সর্বশেষ এসওপিতেও তিনদিন উপসর্গহীন থাকলেই রোগীকে ছেড়ে দিতে বলা হয়েছে। তাঁরাও দেখছেন, পাঁচদিনে রিলিজ দেওয়া যায়।
তবু তিনি সবাইকে সতর্কতামূলক চলাফেরার পরামর্শ দেন। তাঁর প্রেসক্রিপশন, বাইরে বেরনো যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। বেরনো জরুরি হলে মাস্ক একেবারে বাধ্যতামূলক। আর মাস্ক পরারও কিছু নীতিনিয়ম রয়েছে, এর উল্লেখ করে উপাধ্যক্ষ বলেন, এক মাস্ক আট ঘণ্টার বেশি পরা উচিত নয়। সর্বাবস্থায় সবাইকে ভিড়বাট্টা এড়িয়ে চলতে হবে। শারীরিক দূরত্ব মেনে চলতে হবে।