Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
বরাককে বঞ্চনা করতে পারেন না, প্রধানমন্ত্রীকে কড়া চিঠি সুস্মিতার
ওয়েটুুবরাক, ১৮ আগস্টঃ দিল্লি বলুন, কিংবা দিসপুর, উভয় প্রশাসনই কৌশলে বরাক উপত্যকাকে বঞ্চিত করে চলেছে। নির্বাচন কমিশন ডিলিমিটেশন করে বিধানসভায় উপত্যকার আসন পনেরো থেকে তেরো করা হয়েছে। প্রধানমন্ত্রীকে চিঠি লিখে শুক্রবার এ কথা জানান রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব। এই পরিচয় এই দিনই ফুরিয়ে যায় তাঁর। এর ঠিক আগে রাজ্যসভার সদস্য হিসেবেই তিনি মোদীকে সোজাসুজি বলেন, আপনার আমলেই বরাক উপত্যকার মানুষকে চরম বঞ্চনা করা হচ্ছে।
চার পাতার চিঠিতে তিনি মোদীকে লিখেন, বাইশ বছরের পুরনো জনগণনা দিয়ে কেন্দ্রীয় আইন মন্ত্রক এই ডিলিমিটেশন কেন করতে চাইল, সেটাই বড় প্রশ্ন৷ এর আগে এনআরসির নামেও চরম ভোগান্তি পোহাতে হয়েছিল৷ এখন ওই এনআরসি ফেলে রাখা৷ হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য সরকার এই অঞ্চলকে তাদের উপনিবেশ বলে মনে করছে৷ ক্ষুব্ধ সুস্মিতা মোদীকে লিখেন, “মহারাষ্ট্রের বিদর্ভ বা গুজরাটের কচ্ছের মতো বিশেষ উন্নয়ন পর্ষদ না গড়লেও বরাক উপত্যকাকে আপনারা বঞ্চনা করতে পারতে পারেন না৷”