Barak UpdatesBreaking News

বরাকে তৃতীয় লিঙ্গের ভোটার ৯৩ জন, ভোট পড়েছে মাত্র ২টি
Out of 93 transgender voters in Cachar , only 2 of them voted

২৩ এপ্রিলঃ বরাক উপত্যকায় ৯৩জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। এর মধ্যে শিলচর লোকসভা আসনে ৭৫জন। বাকি ১৮জন করিমগঞ্জ আসনের ভোটার। কিন্তু ১৮ এপ্রিল অনুষ্ঠেয় ভোটে মাত্র ২জন অংশ নিয়েছেন। করিমগঞ্জের ১৮জনের কেউ গিয়ে ভোটের লাইনে দাঁড়াননি। শিলচর আসনের দুইজনের মধ্যে একজন শিলচর শহরের, অন্যজন বড়খলা এলাকায় ভোট দিয়েছেন। ভোটার তালিকায় তৃতীয় লিঙ্গ উল্লেখের কথা ঘোষণা হলে রূপান্তরকামীরা উচ্ছ্বাস ব্যক্ত করেছিলেন। তাদের প্রতি মমত্বশীল বিভিন্ন সংস্থা, সংগঠনও একে সেদিন বিরাট জয় বলে উল্লেখ করেছিলেন।

Rananuj

কিন্তু বরাকের রূপান্তরকামীরা ভোট দিলেন না কেন? গবেষক পান্না পাল বললেন,এখানে যাদের রূপান্তরকামী বা তৃতীয় লিঙ্গ বলা হচ্ছে, এরা মূলত হিজড়ে। তাঁরা এখানকার ভোটার তালিকায় নাম লেখালেও তাঁরা এখানকার বাসিন্দা নন। বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর মধ্যে যিনি যেখানে সুযোগ পান, নাম লিখিয়ে নেন। কিন্তু ওই নাম লেখানো ও ভোটের মধ্যবর্তী সময়ে হয়তো অন্যত্র চলে যেতে হয়েছে তাদের।

রূপান্তরকামীদের নিয়েই আসাম বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছেন পান্নাবাবু। বললেন, এখনও হিজড়েদের সামাজিক মর্যাদা দেওয়া হয় না। তাই কারও হিজড়ে পরিচিতি বেরিয়ে এলে তিনি আর বাড়িঘরে থাকেন না। হিজড়েদের সংগঠনের সদস্য হিসেবে তাদের নিয়ন্ত্রণে চলে যান। তাঁর কথায়, তৃতীয় লিঙ্গের অনেকে হয়তো এ বারও ভোট দিয়েছেন। কিন্তু ভোটার তালিকায় তাদের পরিচয় পুরুষ বা স্ত্রী লিঙ্গ হিসেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker