Barak UpdatesHappeningsBreaking News
ফের বেতুকান্দি ঘুরে গেলেন মন্ত্রী পীযূষ হাজরিকা
ওয়েটুবরাক, ৪ মে : রাজ্যের জলসম্পদ , তথ্য ও জনসংযোগ ইত্যাদি বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকা বৃহস্পতিবার কাছাড় জেলার বেশ কয়েকটি স্থান পরিদর্শন করেন।
মন্ত্রী প্রথমে বরাক নদীর বাদ্রিঘাট এলাকায় বাঁধের মেরামত কাজ দেখেন ও পরে বেতুকান্দি এলাকা পরিদর্শন করেন। ইতিমধ্যে এলাকায় একটি স্লুইস গেট নির্মাণ করা হচ্ছে এবং প্রায় ৭০০ মিটার বাঁধ উঁচু করে পুনর্নির্মাণ করা হচ্ছে। পরিদর্শনকালে মন্ত্রী স্লুইস গেট ও বাঁধের ৭০০ মিটার কাজ খতিয়ে দেখেন। মন্ত্রী জেলা প্রশাসককে এলাকায় বাঁধ নির্মাণে যে ভূমি অধিগ্রহণের সমস্যা দেখা দিয়েছে তা দ্রুত সমাধান করে কাজ করার নির্দেশ দেন।
মন্ত্রী হাজারিকা শহরের অন্নপূর্ণাঘাটও পরিদর্শন করেন এবং এলাকায় চলমান ভাঙন রোধের কাজ পরিদর্শন করেন।
পরে মন্ত্রী হাজারিকা শিলচর থেকে বড়খলা আসনের মানিকপুরে যান এবং বরাক নদীর বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন।
উল্লেখ্য, মানিকপুরে বাঁধ পুনর্নির্মাণের একটি প্রকল্প ইতিমধ্যেই চলমান থাকলেও জমি অধিগ্রহণে কিছু সমস্যা কাজের অগ্রগতি ব্যাহত করেছে। মন্ত্রী জেলা প্রশাসককে জমি সমস্যা সমাধানে সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দেন। মন্ত্রী আসন্ন বর্ষা মৌসুমে এলাকাকে বন্যা মুক্ত করতে জলসম্পদ বিভাগকে কিছু জরুরি কাজ করার নির্দেশনাও দেন।
জলসম্পদ মন্ত্রী হাজারিকা পরে জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের মহাদেবপুর পরিদর্শন করেন এবং বলিশ্বর নদীর স্লুইস গেট পরিদর্শন করেন।
উল্লেখ্য যে, মন্ত্রী হাজারিকা গত বছর এলাকা পরিদর্শন করে দেখেন যে, কয়েকটি বিভাগের অধীনে নির্মিত ছয়টি স্লুইস গেট চালু নেই। মন্ত্রী জলসম্পদ বিভাগের বাস্তুকারদের স্লুইস গেট মেরামতের নির্দেশ দেন। বিভাগীয় বাস্তুকারদের মাধ্যমে মন্ত্রীকে জানানো হয়, অধিদপ্তর ওই এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তের ছয়টি গেটই চালু করেছে। তিনি নির্বাহী বাস্তুকারকে আগামী চার মাসে প্রতি সপ্তাহে একবার ব্যক্তিগতভাবে এই সব স্লুইস গেট পরিদর্শন করে বর্ষাকালে সচল রাখার জন্য মন্ত্রীর কাছে সাপ্তাহিক প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
মন্ত্রী হাজারিকার সঙ্গে ছিলেন সাংসদ ডঃ রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা শাসক রোহন কুমার ঝা, জলসম্পদ বিভাগের আধিকারিক ও প্রকৌশলীরা।