NE UpdatesHappeningsBreaking News

প্রকৃত জেহাদিদের ধরুন, মারুন, কিন্তু ইসলামি সন্ত্রাসবাদ বলবেন না, আর্জি আজমলের

ওয়েটুবরাক, ৬ আগস্ট : দাড়ি-টুপি থাকলেই জেহাদি নন৷ মাদ্রাসা মানেই সন্ত্রাসের কারখানা নয়৷ বললেন এআইইউডিএফ সভাপতি বদরুদ্দিন আজমল৷ তিনি বলেন, স্বাধীনতা আন্দোলনে মাদ্রাসা ছাত্রদের বিরাট অংশগ্রহণ ছিল৷ জালিয়ানওয়ালাবাগেও প্রচুর মাদ্রাসা ছাত্র প্রাণ হারিয়েছে৷ তবে কোনও মাদ্রাসা শিক্ষকের জেহাদিযোগের প্রমাণ মিললে কঠোরতর ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন সাংসদ বদরুদ্দিন৷ বলেন, “প্রকৃত জেহাদিদের ধরুন, মারুন৷ আমাদের বলার কিছু নেই৷ কিন্তু ইসলামি সন্ত্রাসবাদের মতো শব্দপ্রয়োগে আমাদের বড় কষ্টবোধ হয়৷”

তিনি মুসলমানদের জেহাদি সম্পর্কে সতর্ক থাকতে বললেন৷ পরামর্শ দেন, “এলাকায়  সন্দেহভাজন কাউকে দেখলে পুলিশে খবর দেবেন৷” জেহাদি ইস্যুতে তিনি মুসলমানদের প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করতেই বলেন৷ পাশাপাশি সতর্ক করে দেন, “তাই বলে ঝগড়াঝাটি করে ভুল তথ্য দিয়ে কাউকে ফাঁসাবেন না৷”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker