India & World UpdatesSportsBreaking News
প্যারা-অলিম্পিকসে সোনা জিতলেন ভারতের অবনী
ওয়েটুবরাক, ৩০ আগস্ট : টোকিও প্যারা-অলিম্পিকসে সোমবার চারটি পদক পেয়েছে ভারত। আরও দুটি পদক নিশ্চিত হয়ে রয়েছে। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জেতেন ১৯ বছরের অবনী লেখারা। পুরুষদের ডিসকাস থ্রো ইভেন্ট থেকে রুপো জিতেছেন যোগেশ কাথুনিয়া। প্রতিযোগিতায় পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্ট থেকে রুপো লাভ করেছেন দেবেন্দ্র ঝাঝারিয়া। ব্রোঞ্জ জিতেছেন ভারতেরই সুন্দর সিং গুরজার।
অলিম্পিকস কিংবা প্যারালিম্পিকসে দেশের হয়ে পদক জয় যে কোনও অ্যাথলিটেরই স্বপ্ন থাকে। একই স্বপ্ন দেখেছিলেন অবনী লেখারা। টোকিও প্যারালিম্পিকসের জন্য তিনি গত পাঁচ বছরে তিল তিল করে নিজেকে গড়েছেন। লেখারা বললেন, তিনি পদক জেতার জন্য মাথায় অতিরিক্ত চাপ না নিয়ে শট বাই শটে মনোনিবেশ করেছিলেন। অবশেষে ইভেন্ট থেকে সোনা জিততে পারায় নিজেকে বিশ্বের সবচেয়ে সুখী মানুষ বলে মনে করছেন। তিনি নিজের অতুলনীয় প্রাপ্তিকে দেশের প্রতি সমপর্ণ করেছেন। বাবা ও মায়ের সমর্থন ছাড়া এই উচ্চতায় পৌঁছনো যে তাঁর পক্ষে সম্ভব হতো না, সে কথা স্বীকার করেন অবনী। জানিয়েছেন, পরিশ্রমের কোনও বিকল্প হয় না। নিজের প্রতি আস্থা রেখে প্রতিযোগিতায় ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করেছেন বলেই জানিয়েছেন প্যারালিম্পিকসে সোনাজয়ী দেশের প্রথম মহিলা শুটার।