Barak UpdatesHappeningsBreaking News
পুতুল নাচের মাধ্যমে করোনা সচেতনতা ত্রিপুরায়
ওয়েটুবরাক, ২১ জুনঃ পুতুল নাচের মাধ্যমে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতার কাজে নেমেছে ত্রিপুরা পাপেট থিয়েটার। কোভিডের ওপর বিভিন্ন রকমের পুতুল নাচের ভিডিও করে ছাড়া হচ্ছে ইউটিউব সহ নানা সামাজিক মাধ্যমে। বাংলা, হিন্দির সঙ্গে উত্তর-পূর্বের বিভিন্ন আঞ্চলিক ভাষাতেও ওই সব ভিডিও করছেন তাঁরা। শুধু ত্রিপুরাতেই নয়, কোভিড প্রতিরোধের বার্তা পুতুলের মাধ্যমে গোটা উত্তর-পূর্ব জুডেই ছড়িয়ে দেওয়ার কাজ করছেন তাঁরা। ত্রিপুরা পাপেট থিয়েটারের এক প্রতিষ্ঠাতা প্রভিতাংশু দাস বললেন, এতে বেশ ভাল সাড়া পাচ্ছেন তাঁরা। করোনার জন্যই পুতুল নাচ নিয়ে বাইরে কোথাও যেতে পারছেন না। এই ভিডিওগুলিই এখন তাঁদের মনের দিক থেকে সজীব রেখেছে।