NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
১৪৪ ধারায় কাগজ কলের জমিতে প্রবেশ নিষিদ্ধSection 144 imposed, entry prohibited at Panchgram Paper Mill
ওয়েটুবরাক, ২৫ মে : হাইলাকান্দির জেলা ম্যাজিস্ট্রেট পাঁচগ্রামের কাছাড় কাগজ কলের জমিতে ১৪৪ ধারা জারি করে ওই জমিতে কোনও ব্যক্তির প্রবেশ এবং চলাচল নিষিদ্ধ বলে ঘোষণা করেছেন। কাগজ কলের নির্ধারিত জমি বেদখল হওয়ার সম্ভাবনার পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট রোহন কুমার ঝা হিন্দুস্তান পেপার কর্পোরেশনের এই জমিটি সংরক্ষণের জন্য মঙ্গলবার এই আদেশ জারি করেছেন । এতে বলা হয়েছে, এই জমির অভ্যন্তরে কোনও ব্যক্তি প্রবেশ করতে পারবেন না এবং চলাচলও করতে পারবেন না।
কাগজ কল প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ হিসেবে হিন্দুস্তান পেপার কর্পোরেশনের প্রতিনিধি অরিন্দম রায় জমি দখলের আশঙ্কা করে ই-মেল পাঠানোর পরিপ্রেক্ষিতেই জেলা ম্যাজিস্ট্রেট এই নির্দেশ জারি করেছেন। এতে কাগজ কলটির জমির অবস্থান অক্ষুন্ন রাখতে পুলিশকে বলা হয়েছে। উল্লেখ্য, পাঁচগ্রামের কাছাড় কাগজ কলটির উৎপাদন দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে৷