Barak Updates

দুর্নীতিতে ফেঁসে ইস্তফা ত্রিপুরার উপাচার্যের
Vice Chancellor of Tripura University resigns on charges of corruption

ছাপার কাজে দশ শতাংশ কমিশন চেয়েছিলেন ।ধরা পডে ইস্তফা দিতে হল ত্রিপুরা বিশ্ববিদ্যালযের উপাচার্য ভি এল ধারুরকরকে। প্রবীণ অধ্যাপক সংগ্রাম সিনহাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে শনিবারই বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন গেরুয়া ঘনিষ্ঠ ধারুরকর।

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সমস্ত কাজে দুর্নীতির অভিযোগ পেয়ে স্টিং অপারেশনে নেমেছিল সে রাজ্যের এক বৈদ্যুতিন মাধ্যম ভ্যানগার্ড। তাতে ধরা পড়ে, বড়সড় এক ছাপার কাজের বরাত দিতে রাজি হয়েছেন দশ শতাংশ কমিশনের বিনিময়ে । ওই প্রতিবেদন তথ্য প্রমাণ সহ প্রচারিত হলে রাজ্য জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয় ।

এনএসইউআই ধারুরকরের ইস্তফার দাবিতে সরব হয়ে ওঠে । মান বাঁচাতে শেষবেলায় একই দাবি জানায় এবিভিপি-ও। খবর যায় কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকেও। বিকেলেই তাকে পদ ছাড়তে নির্দেশ দেওয়া হয় । সংগ্রাম সিনহা ছিলেন কলকাতায় । তাকে জরুরি ভিত্তিতে নিয়ে আসা হয় । নতুন উপাচার্য নিযুক্তি পর্যন্ত তিনিই দায়িত্ব পালন করবেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker