NE UpdatesHappeningsBreaking News

দুই বছরে তিনসুকিয়া হত্যামামলা কতটা এগোল? সর্বাকে সুস্মিতা

১ নভেম্বর: ১৯৯৮ সালের ১ নভেম্বর তিনসুকিয়ায় ৫ জনকে একসঙ্গে হত্যা করেছিল দুষ্কৃতীরা৷ দুই বছরে ওই হত্যামামলার তদন্তের অগ্রগতি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কাছে জানতে চাইলেন মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী সুস্মিতা দেব৷ চিঠি পাঠিয়ে প্রাক্তন সাংসদ সুস্মিতা সোনোয়ালকে স্মরণ করিয়ে দেন, তিনি তখন ওই ঘটনার নিন্দা জানিয়েছিলেন৷ বলেছিলেন, দুষ্কৃতীদের গ্রেফতার করে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷ কেশব মহন্ত ও তপন গগৈ দুই মন্ত্রীকে সেখানে পাঠিয়েছিলেন৷ তাঁরাও খুনিদের ধরা হবে বলে আশ্বস্ত করেছিলেন৷

The 5 unfortunate Bengalis killed by assailants at Tinsukia

কিন্তু দুই বছরে এরা কী করলেন, কেউ জানেন না৷ শুধু একবার এটুকু বলা হয়েছিল, খুনিরা আলফারই একটি গোষ্ঠী৷ পরবর্তী সময়ে এ নিয়ে স্পষ্ট করে আর কিছু জানানো হয়নি৷ এমন এক ঘটনায় সরকারের নীরবতায় প্রাক্তন সাংসদ অসন্তোষ প্রকাশ করেন৷ তিনি আশাবাদী, আসাম সরকার এমন ঘটনার কথা ভুলে যায়নি৷ তাই তিনি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কাছে জানতে চান, দুই বছরে ওই হত্যামামলার কতটা অগ্রগতি হয়েছে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker