Barak UpdatesHappeningsBreaking News

নিহত মহিলার পরিচয় বেরোল, স্বামী-ছেলে গ্রেফতার

২৪ জানুয়ারি: গত ১ জানুয়ারি ওল্ড ভকতপুরের জলাভূমি থেকে যে মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তিনদিনেও তার পরিচয় না বেরনোয় ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশই তার শেষকৃত্য সম্পন্ন করে৷ এই ধরনের মামলা সেখানেই শেষ হয়ে যাওয়ার কথা৷ কিন্তু এই মামলায় দুইদিন আগে ওই একই জলাভূমিতে মহিলার লেপ-কম্বল পড়ে থাকতে দেখা যায়৷

Rananuj

এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ তদন্তে ঝাঁপায়৷ জানতে পারেন, কিছুদিন আগে বিলপার এলাকা থেকে ভকতপুরে ভাড়া যায় মা-বাবা-ছেলে৷ জানুয়ারি জুড়ে তারা বাড়িতে নেই৷ মালিককেও কিছু জানায়নি৷ পুলিশ তথ্য জোগাড় করে শেষে বৃহস্পতিবার সুমন পাল নামে এক যুবককে গ্রেফতার করে৷ শুক্রবার ধরা পড়ে তার বাবা শঙ্কর পাল৷

তাদের সূত্রেই জানা গিয়েছে, উদ্ধার হওয়া মহিলার নাম শিপ্রা পাল৷ জিজ্ঞাসাবাদে শঙ্কর জানায়, শিপ্রা মনসা কীর্তন করতেন৷ তাদের দলে খোল বাজাতেন উত্তম শব্দকর নামে এক ব্যক্তি৷ তার সন্দেহ, শিপ্রা তার সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিল৷ কোনও কারণে হয়তো দুইজনের বিবাদ বাঁধে৷ এর জেরে খুন হয় শিপ্রা৷ পুলিশ অবশ্য তার কথাকে বিশ্বাসযোগ্য মনে করছে না৷ তবু তদন্তে সবকিছু খতিয়ে দেখছেন তারা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker