Barak UpdatesHappeningsBreaking News

নিজের শহরে কংগ্রেস অফিসে বসে গালমন্দ শুনতে হল কমলাক্ষকে

ওয়েটুবরাক, ৫ এপ্রিল : সোমবার শিলচরে কংগ্রেস অফিসে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করেন একদল যুব কর্মী৷ তাঁর কুশপুতুল দাহ করা হয়৷ মঙ্গলবার করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ে তাঁর বিরুদ্ধে ক্ষোভ আছড়ে পড়তে দেখা যায়৷ তাকে বাছা বাছা শব্দে গালিগালাজ করতেও শোনা যায়৷ কমলাক্ষ অবশ্য পরে বলেন, এগুলি দলীয় দ্বন্দ্ব নয়৷ ব্যক্তিগত পছন্দ-অপছন্দের জায়গা থেকে এ দিনের ঘটনা ঘটেছে৷ আসলে বিরোধ বেঁধেছিল জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পঙ্কজ নাগ ও কার্যালয়ের সুপারিন্টেনডেন্ট আবুল ফয়েজ চৌধুরীর মধ্যে৷

Rananuj

দুইজনের মধ্যে কাজিয়া এমন পর্যায়ে পৌঁছয় যে, পঙ্কজ নাগ একসময় চেয়ার তুলে মারতে চান আবুল ফয়েজকে৷ কমলাক্ষ তাকে আটকাতে গেলে মাথায় চোট পান৷

এর কারণ সম্পর্কে কমলাক্ষ যে সাফাই দেন না কেন, আসলে বিরোধ কমলাক্ষ-সিদ্দেক আহমেদ লড়াই নিয়েই৷ শিলচর কংগ্রেসেও দুই নেতার সমর্থকদের বিরোধ অব্যাহত রয়েছে৷ একপক্ষ কংগ্রেস ভবনের গেটে নো এন্ট্রি ফর কমলাক্ষ পোস্টার সেঁটেছিল এক পক্ষ৷ আরেক পক্ষ একই গেটে পোস্টারে লিখেছে, ওয়েলকাম কমলাক্ষ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker