Barak UpdatesHappeningsBreaking News
অনাস্থায় পরাস্ত মাইজগ্রাম জিপি সভাপতি হিতেন্দু
ওয়েটুবরাক, ২৮ সেপ্টেম্বর : ৯ গ্রুপ সদস্যের অনাস্থায় শেষ পর্যন্ত ধরাশায়ী হলেন উত্তর করিমগঞ্জের মাইজগ্রাম জিপির সভাপতি হিতেন্দু রুদ্রপাল। আজ মঙ্গলবার অনাস্থা ভোটে গদি হারানো নিশ্চিত বুঝতে পেরে ইস্তফা দিতে চেয়েছিলেন তিনি৷ সদস্যরা তা না মেনে ভোটাভুটিতেই যান৷
গত ৩১ আগষ্ট তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন জিপির ৯ গ্রুপ সদস্য। মাইজগ্রাম জিপির সচিব ওই অনাস্থা প্রস্তাব উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিলে আজ ভোটাভুটির তারিখ চূড়ান্ত হয়। সেই অনাস্থা ভোট শুরু হওয়ার কিছুক্ষণ আগে হিতেন্দু নিজে থেকে সভাপতি পদে ইস্তফার কথা ঘোষণা করেন৷ পদত্যাগ পত্র জমা করেন আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী রুসনা বেগমের কাছে। সদস্যরা তা না মেনে ভোটের মাধ্যমে তাঁকে গদিচ্যুত করেন । উত্তর করিমগঞ্জ খন্ড উন্নয়ন কার্যালয়ে দশ জন সদস্যের মধ্যে একজন অনুপস্থিত থাকেন৷ বাকি নয়জনের সকলের ভোট তাঁর বিপক্ষে যায় ।
উত্তর করিমগঞ্জ ব্লকের বিডিও ফজুর রহমান এবং আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী রুসনা বেগম জানিয়েছেন, ইস্তফা এবং ভোটের ফলাফল দুইই তাঁরা জেলাশাসকের কাছে পাঠিয়ে দেবেন। তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।