Barak UpdatesBreaking News
RSS expanding its wings among the doctors at Silcharশিলচরে চিকিৎসকদের সংগঠিত করছে সংঘ
৯ ডিসেম্বর: বরাক উপত্যকায় সাংগঠনিক তৎপরতা বাড়িয়েছে ন্যাশনাল মেডিকোস অর্গানাইজেশন৷ শিলচর মেডিকেল কলেজের অ্যালুমনি গেস্ট হাউসে সোমবার এক পরিচয় বৈঠক অনুষ্ঠিত হয়৷ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ অসম প্রান্তের প্রান্ত সংঘচালক জ্যোৎস্নাময় চক্রবর্তী ও প্রান্ত প্রচারক সঞ্জয় দেবের সঙ্গে সংগঠনের কার্য বৃদ্ধির লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয় । আলোচনায় অংশ নেন ডাঃ অরুণ কুমার শিপানি, ডাঃ প্রণয় নাথ, ডাঃ অখিল পাল, ডাঃ বিশ্বদীপ চৌধুরী, ডাঃ প্রসেনজিত ঘোষ, ডাঃ ডলি রায়, ডাঃ দেবতোষ পাল প্রমুখ।
শুরুতেই সাংগঠনিক বক্তব্য রাখেন বরাক উপত্যকার সাংগঠনিক সম্পাদক ডাঃ রঞ্জনা ধর। বৈঠকের উদ্দেশ্য ব্যাখ্যা করেন ডাঃ অমিত কালোয়ার । সেবা ভারতীর সভাপতি ডাঃ শুভ্রাংশু শেখর ভট্টাচার্য সংঘের বিভিন্ন সেবাকার্যের নিদর্শন সভার সামনে তুলে ধরেন । শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ তথা সংগঠনের বরাক উপত্যকার মুখ্য উপদেষ্টা ডাঃ বাবুল কুমার বেজবরুয়া এই সংগঠনের শুরুর দিনগুলোর কথা স্মরণ করিয়ে দেন । কীভাবে ডাঃ দিলীপ সরকার নব্বই এর দশকে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে এই সংগঠনের কার্য বিস্তার করেছিলেন । বরাক উপত্যকায় তাদের কাজকর্ম বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি ।
পরে জ্যোৎস্নাময় চক্রবর্তী ও সঞ্জয় দেব তাদের বক্তব্যে মানবসেবায় চিকিৎসকের অনবদ্য ভুমিকার কথা তুলে ধরেন৷ তাঁরা বলেন, সঠিক পরামর্শের অভাবে এখনও অনেক মানুষ রোগের সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত । অনেকেই সঠিক স্থানের সন্ধান না পেয়ে দালালের খপ্পরে পড়ে সর্বহারা হন । তাই এনএমও-র ভুমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ । সবশেষে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য ডাঃ অমিত কালোয়ারকে আহ্বায়ক ও ডাঃ রঞ্জনা ধর এবং ডাঃ দীপ্তাংশু শেখর ভট্টাচার্যকে সংগঠন প্রতিনিধি রূপে ঘোষণা করেন এনএমওর বরাক উপত্যকার মুখ্য উপদেষ্টা ডাঃ বাবুলকুমার বেজবরুয়া৷