India & World UpdatesHappeningsBreaking News
দাঙ্গাবাজদের উল্টো করে ঝোলাব, বিহারে গিয়ে শাহের হুমকি
ওয়েটুবরাক, ৩ এপ্রিল : রামনবমীকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় বিহারে নীতীশ কুমার সরকারকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। “ক্ষমতায় এলে যাঁরা হিংসা ছড়াচ্ছে, তাঁদের উলটো করে ঝোলানো হবে।” রবিবার এই ভাষাতেই হুঙ্কার দেন মোদি মন্ত্রিসভার সেকেন্ড ইন কমান্ড৷
শাহ বলেন, “ক্ষমতার লোভে লালুপ্রসাদ যাদবের কোলে বসে আছেন নীতীশ কুমার। যে রাজ্যে লালুর জঙ্গলরাজের দল ক্ষমতায় রয়েছে, সেখানে শান্তি আসবে কী ভাবে?”
কিন্তু কিছুদিনের মধ্যেই জোট ভেঙে বেরিয়ে যান নীতীশ কুমার। আরজেডি ও কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে সরকার তৈরি করেন তিনি। থেকে যান মুখ্যমন্ত্রী পদেও।
প্রসঙ্গত, এদিনের সভায় বারবার বিহারের আইন-শৃঙ্খলার প্রসঙ্গ তোলেন অমিত শাহ৷
সাসারামের হিংসা ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ওখানে মানুষের মৃত্যু হচ্ছে। গোলাগুলি চলছে। ফাটানো হচ্ছে কাঁদানো গ্যাসের শেল।”
তবে গোটা পরিস্থিতির উপর কেন্দ্র যে নজর রেখেছে, তাও জানিয়ে দিয়েছেন শাহ। বিহারের রাজ্যপালের সঙ্গে ফোন কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের পর পালটা জবাব দিতে ছাড়েনি নীতীশ কুমারের দলের মুখপাত্র নীরজ কুমার ৷ বলেন, ” শাহ অসত্য বলছেন। পরিকল্পিতভাবে বিহারের পরিস্থিতি খারাপ করতে চাইছে বিজেপি।”
রামনবমীকে কেন্দ্র করে মোট ৬টি রাজ্য থেকে অশান্তির খবর এসেছে। এর মধ্যে রয়েছে বিজেপি শাসিত গুজরাট, উত্তরপ্রদেশ ও কর্নাটক। অবিজেপি শাসিত রাজ্যগুলির মধ্যে বিহার, বাংলা। এছাড়া বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে মহারাষ্ট্রেও। সেখানে শিবসেনার সঙ্গে জোট সরকারে রয়েছে বিজেপিও।