India & World UpdatesHappeningsBreaking News
দক্ষিণের উপকূলে আছড়ে পড়তে চলেছে ‘নিভার’
২৫ নভেম্বর: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নিভার’৷ দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে চলেছে৷ ঘূর্ণিঝড় ধেয়ে আসার জেরে আগাম সতর্কতা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও পণ্ডিচেরির উপকূল এলাকা থেকে লক্ষাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে৷ বাতিল হয়েছে বেশ কিছু বিমানও। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পন্ডিচেরির উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের সতর্কতার কারণে বেশ কয়েকটি ট্রেনও বাতিল করা হয়েছে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, ঘণ্টায় ১৪৫ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে নিভার। শেষ মুহূর্তে ঝড়ের গতিবেগ আরও বাড়তে পারে।