NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News

ত্রিপুরায় গিয়ে বামেদেরই টার্গেট করলেন মোদি

ওয়েটুবরাক, ১২ ফেব্রুয়ারি : বামফ্রন্ট এবং কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার ত্রিপুরায় নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রীর কণ্ঠে ছিল ডবল ইঞ্জিন সরকারের প্রশংসাও। তিনি বলেন, “বামেদের সময়ে রেশন চাইত মানুষ৷ আর সেই রেশন লুঠ করে নিত বামেরা। আপনারা বাম সরকারকে হটিয়েছেন। আর তার সুবিধা গোটা রাজ্যের মানুষ বুঝতে পারছেন। আমাদের সরকার দিল্লি থেকে টাকা পাঠাত৷ আর বামেদের সরকার চাইত না এখানের মানুষ বাড়ি পাক, একটা নিজের ঘর হোক। বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসার পরে তিন লাখ মানুষকে বাড়ি বা ঘর দেওয়া হয়েছে৷ যে সব গরিব মানুষের প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি মেলেনি, তারা সেই বাড়ি পাবেন শীঘ্রই।” মোদির আশ্বাস, “আমার কথা বিশ্বাস করুন। কাউকে ঝুপড়িতে থাকতে হবে না৷ বাজেটে অর্থ বরাদ্দ হয়েছে৷ সেই অর্থে ঘর পাওয়া যাবে৷ এই ঘর আমার মা-বোনেদের নামে হবে৷” তাঁর দাবি, “ত্রিপুরায় সামাজিক ভাতা বাড়ানো হয়েছে৷ ৫০০ থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা হয়েছে৷ আমরা একলব্য স্কুল চালু করছি এখানে। আমরা আদিবাসী কল্যাণে জোর দিচ্ছি। কংগ্রেস ও সিপিএম যখন একসঙ্গে দিল্লিতে সরকার চালাত, তখন আদিবাসীদের জন্য বাজেট ছিল ২৫ হাজার কোটি। এখন আমরা সেটা এক হাজার কোটি করেছি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker