NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
তিপরা-রা ত্রিপুরার আদি বাসিন্দা নয়, প্রদ্যোৎকে আমরা বাঙালি
ওয়েটুবরাক, ৮ সেপ্টেম্বর : অসম জাতীয় পরিষদের আমন্ত্রণে গুয়াহাটি গিয়ে ত্রিপুরার তিপ্রা মথার প্রধান প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মা উস্কানি ও প্ররোচনামূলক বক্তব্য রেখেছেন বলে অভিযোগ করে এর তীব্র নিন্দা করে আমরা বাঙালি দল । অসম রাজ্য কমিটির সচিব সাধন পুরকায়স্থ বলেন, গুয়াহাটিতে গিয়ে অসমে বসবাসকারী মানুষদের মধ্যে সঙ্ঘাত তৈরির উস্কানি দিয়েছেন। তাঁর ইতিহাস সম্পর্কে কোনও জ্ঞান নেই, এ কথা উল্লেখ করে তিনি জানান, পাঁচশত বছর পূর্বে মুচাংফার নেতৃত্বে ব্রহ্মদেশ থেকে তিপ্রারা বর্তমান ত্রিপুরার পাহাড়ি অঞ্চলে বসবাস শুরু করেছিল । তারা এই অঞ্চলের আদি বাসিন্দা হয়ে নয়৷ বাঙালিরা এই ভারতবর্ষের ভূমিপুত্র।
সাধনবাবুর কথায়, আসলে উত্তর-পূর্ব ভারত থেকে বাঙালিদের উৎখাত করার এক সুগভীর ষড়যন্ত্র চলছে। তা প্রতিহত করতে তিনি বাঙালিদের ঐক্যবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন৷