India & World UpdatesAnalyticsBreaking News
এক রোগী থেকে মাসে সংক্রমিত হতে পারে ৪০৬ জন : স্বাস্থ্যমন্ত্রক1 COVID-19 patient may infect 406 persons in a month: Health Ministry
৭ এপ্রিল : একজন রোগীর থেকে এক মাসে ৪০৬ জন সংক্রামিত হতে পারেন। লকডাউনে সামাজিক দূরত্ব বজায় রাখার গুরুত্ব তুলে ধরে সার্বিকভাবে লকডাউন মেনে চলার আর্জি জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব লব আগরওয়াল। এ দিন স্বাস্থ্য সচিব আরও বলেন, একজন রোগীর থেকে এক মাসে ৪০৬ জন সংক্রামিত হতে পারেন। আর যদি কেউ লকডাউনের নিয়ম মেনে চলেন, তাহলে একজন রোগীর থেকে মাত্র ২.৫ জন সংক্রামিত হয়। তাই সোশ্যাল ডিসট্যান্সিং যে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেকথাই বলেছেন তিনি।
স্বাস্থ্যসচিব জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৮ জনের মৃত্যু হয়েছে। এতে সারা দেশে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৭। এ পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪৪২১। তাছাড়া সুস্থ হয়ে ওঠায় ছেড়ে দেওয়া হয়েছে মোট ৩২৬ জনকে।