NE UpdatesBarak UpdatesAnalyticsBreaking News
ডিসেম্বরের মধ্যে গাড়িচালকদের অ্যাকাউন্টে ১০ হাজার : মুখ্যমন্ত্রী
২৮ সেপ্টেম্বর : করোনায় আন্তঃজেলা যাতায়াত বন্ধ হয়ে পড়ায় রোজগারহীন বাস চালকদের এ বার অর্থ সাহায্য করবে রাজ্য সরকার। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই তাদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। গত মাসেই এই বাস চালক ও সহ চালকদের জন্য অনুদানের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এ বার মুখ্যমন্ত্রী সেই অনুদান দেওয়ার কথা পুনরায় উল্লেখ করেছেন।
মুখ্যমন্ত্রী বলেন, খুব শীঘ্রই পরিবহণ বিভাগের পক্ষ থেকে একটি পোর্টাল খোলা হবে। বাস মালিকরা তাদের কর্মীদের ব্যাংক অ্যাকাউন্ট সহ যাবতীয় তথ্য ওই পোর্টালে জমা করবেন। এরপর আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এই সব অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে ট্রান্সফার করা হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, যে সব চালক ও সহ চালক আন্তঃ জেলা রুটে গাড়ি চালান, শুধু তাদেরই এই অনুদান দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর কোভিড ত্রাণ তহবিল থেকে এই অর্থ দেওয়া হবে।
প্রসঙ্গত, করোনার জন্য গত ৫ মাস ধরে আন্তঃ জেলা চলাচল বন্ধ ছিল। এতে বাণিজ্যিক বাসের চালক ও খালাসিরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন। অনেকেই সংসার চালাতে গিয়ে হিমশিম খেয়েছেন। এ অবস্থায়ব বাস চালকরা সরকারের কাছে সাহায্যের জন্য অনুরোধ জানিয়েছিলেন। এর প্রেক্ষিতেই তাদের এই অর্থ সাহায্য করছে রাজ্য সরকার।