Barak UpdatesHappeningsBreaking News
ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফর্মেশন সায়েন্স কোর্স : সার্টিফিকেট প্রদান রাধামাধব কলেজে
ওয়েটুবরাক, ২৩ ডিসেম্বরঃ শিলচর রাধামাধব কলেজ ক্যাম্পাসে এক বছরের ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফর্মেশন সায়েন্স কোর্স সফল ভাবে সম্পন্ন করা ছাত্রছাত্রীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হল শনিবার। সংক্ষিপ্ত সভায় সার্টিফিকেট প্রদান করেন অধ্যক্ষ ড. দেবাশিস রায়, রাধামাধব কলেজ আইকিউএসি কো-অর্ডিনেটর তথা কলেজ লাইব্রেরিয়ান ড. সোনালি চৌধুরী, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপিকা ড. নবনীতা দেবনাথ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপিকা নম্রতা নাথ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপিকা সুরভি ঘোষ প্রমুখ ।
এ নিয়ে রাধামাধব কলেজ সেল্ফ ফাইনান্সিং সেলের কনভেনর তথা লাইব্রেরিয়ান ড. সোনালি চৌধুরী জানান, মূলত রাধামাধব কলেজ সেল্ফ ফাইনান্সিং সেলের উদ্যোগে উক্ত কোর্স করানো হয়। কোর্স সফল ভাবে সম্পন্ন করার পর ছাত্রছাত্রীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয় প্রতি বছর। তিনি বলেন, “আমাদের এখান থেকে পাশ করে অনেক ছাত্রছাত্রী বিভিন্ন জায়গায় কর্মসংস্থান পেয়ে নিজেকে সাবলম্বী করে তুলেছে। আগামীদিনেও কলেজে এই কোর্স করানো হবে এবং বর্তমানে ভর্তি প্রক্রিয়া চলছে। আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি ক্লাস শুরু হবে, ইচ্ছুক ছাত্রছাত্রীরা কলেজ লাইব্রেরিতে গিয়ে যোগাযোগ করতে পারে।