Barak UpdatesHappeningsBreaking News

জেসিবি কিনে মারুতি ব্রিজা জিতলেন রামকৃষ্ণনগরের জ্যোতিষ ভট্টাচার্য

৬ নভেম্বর: গত বছর শিলচরের পোদ্দার জেসিবি থেকে থ্রিডিএক্স সুপার মডেলের একটি জেসিবি কিনেছিলেন রামকৃষ্ণনগরের জ্যোতিষ ভট্টাচার্য৷ ওই জেসিবি-র সার্ভিসেই তিনি সন্তুষ্ট ছিলেন৷ বারবার ধন্যবাদ জানাচ্ছিলেন পোদ্দার জেসিবি-কে৷ এরই মধ্যে ফোন পান জ্যোতিষবাবু৷ লটারি জিতেছেন তিনি৷ বিস্ময়ে কিছু বলতে পারছিলেন না৷ জেসিবি কেনায় যে লটারির কথা ছিল, তা তিনি ভুলেই গিয়েছেন৷

Rananuj

শুক্রবার জ্যোতিষবাবুকে আমন্ত্রণ জানিয়ে তাঁর হাতে তুলে দেওয়া হয় মারুতি ব্রিজার চাবি৷ অল ইন্ডিয়া জেসিবি লটারিতে তিনিই জেতেন প্রথম পুরস্কার৷ একটি রয়েল এনফিল্ড এবং দুটি স্মার্ট টিভিও বিজয়ীদের প্রদান করা হয়৷ আনুষ্ঠানিক ভাবে তাঁদের হাতে পুরস্কারগুলি তুলে দেন জেসিবি পোদ্দারের কর্ণধার বিবেক পোদ্দার৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker