Barak UpdatesHappeningsBreaking News
টিকিট না পাওয়ায় কমলাক্ষকে ঘেরাও
Aspirant candidate gheraos Kamalakkha after denied ticket

১৩ নভেম্বর : করিমগঞ্জের লক্ষ্মীবাজার সাদারাশি জেলা পরিষদ আসনে কংগ্রেসের টিকিট প্রত্যাশী ছিলেন তাজ উদ্দিন। কিন্তু টিকিট না পাওয়ায় মঙ্গলবার তিনি দলবল নিয়ে এসে ঘেরাও করলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে। এখানেই শেষ নয়, টিকিট না পেলে তিনি নির্দল হয়ে ভোটে লড়ারও হুমকি দিয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ছুটে আসতে হয়েছে।
এ দিন দুপুরে করিমগঞ্জ আবর্ত ভবনে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ আসার খবর পেয়ে প্রায় দু’শ সমর্থক নিয়ে সেখানে ছুটে যান তাজ উদ্দিন। সমর্থকদের নিয়ে ঘেরাও করে রাখেন বিধায়ককে। তাজউদ্দিন অভিযোগ করেন, তিনি বহু বছর ধরে কংগ্রেসের হয়ে কাজ করছেন। ফলে এই জেলা পরিষদ আসনে তিনিই টিকিটের অন্যতম দাবিদার। কিন্তু বিধায়ক তাকে টিকিট না দিয়ে অন্য একজনকে প্রার্থী করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এতে অর্থের লেনদেন হয়েছে বলেও অভিযোগ আনেন তাজ উদ্দিন।
তাঁর সমর্থকরা অভিযোগ করেন, বিধায়ক তাজ উদ্দিনকে দলীয় প্রার্থী না করে আব্দুল শুক্কুর নামে অন্য একজনকে টিকিট দিচ্ছেন। তাজউদ্দিন জানিয়ে দেন, কংগ্রেসের টিকিট না পেলে তিনি অন্য দলেও যোগ দিতে পারেন। এমনকি নির্দল হয়েও ভোটে লড়তে তিনি তৈরি।
এ দিকে, বিধায়ক কমলাক্ষ বলেছেন, টিকিট না পেলে কারোর অভিমান হওয়া স্বাভাবিক। তবে এসব বিষয় আলোচনার মাধ্যমেই নিষ্পত্তি করা হবে। কমলাক্ষ আরও বলেন, এ বার কংগ্রেসের হয়েই সবাই ভোটে লড়তে চাইছেন। বিজেপির প্রতি মানুষের মোহভঙ্গ হয়েছে। ফলে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির জয় সুনিশ্চিত।