Barak UpdatesHappeningsBreaking News
চুরাইবাড়ি পুলিশের জালে ১০ বাংলাদেশি, ধৃত ভারতীয় সহযোগীও
ওয়েটুবরাক, ৩০ অক্টোবর : বাংলাদেশের সীমান্ত টপকে ত্রিপুরায় অনুপ্রবেশ করেছিল এরা৷ আগরতলা থেকে গাড়িতে চেপেছিল গুয়াহাটিতে নেমে ট্রেন ধরে চেন্নাই যাওয়ার কথা ছিল৷ দুই দফায় তল্লাশি চালিয়ে ১০ বাংলাদেশি নাগরিককে ধরল করিমগঞ্জ জেলার চুরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ।
প্রথমে ৪ জন ধরা পড়ে আগরতলা-গুয়াহাটি নৈশবাসে তল্লাশি চালানোর সময়৷ ধৃতরা হলো রাজেশ শেখ (২৯), আসাদুল শেখ ওরফে সাইদুল (২৯), শানাউল্লাহ আঁখি (২৮) এবং কাওসার হোসেন(২০)। সকলের বাড়ি রাজশাহিতে।
চুরাইবাড়ি ওয়াচ পোস্টের ইনচার্জ মিন্টু শীল জানান, শুক্রবার রাতে আগরতলা থেকে গুয়াহাটিগামী নৈশবাসটি ত্রিপুরার রাজ্য পেরিয়ে অসমে প্রবেশ করতেই চুুুুরাইবাড়ি পুলিশ চেকগেটে রুটিন তল্লাশি চালায় । তখনই ধরা পড়ে বাংলাদেশি ৪ যুবক। পুলিশের প্রাথমিক জেরায় ধৃতরা স্বীকার করে, তারা আগরতলা দিয়ে ভারতে প্রবেশ করেছে৷ কাজের জন্য চেন্নাই যাওয়াই উদ্দেশ্য ছিল।
একই ভাবে রাতে আরও দুটি গাড়িতে রুটিন তল্লাশির সময় চুরাইবাড়ি পুলিশ মোট ৬ জনকে গ্রেফতার করে৷ তাদের মধ্যে ৪ জন মহিলাও রয়েছেন৷ এরা হলেন ফতিমা আখতার (২১), আলেয়া বেগম (৪৫), সফিরা আখতার (২৭) ও নাজমা বেগম (২৭)৷ ধরা পড়েছে সোহেল আখতার এবং (২৩) এবং আবদুল গফফুর (২৯) নামে দুই বাংলাদেশিও৷ সবাই মরালগঞ্জ থানা এলাকার বাসিন্দা৷ তাদের অনুপ্রবেশে সহযোগিতার অভিযোগে এক ভারতীয় নাগরিককেও গ্রেফতার করা হয়েছে৷ তার নাম বিধানচন্দ্র দাস৷ বাড়ি রাতাবাড়ি এলাকার কুদালিগ্রামে৷