NE UpdatesHappeningsBreaking News
চিন সীমান্তে শহিদ জওয়ানকে চোখের জলে শেষ বিদায়
৬ জুন : অরুণাচল প্রদেশের চিন সীমান্তে শহিদ ভারতীয় সেনা জওয়ান বিজয় দেববর্মার নিথর দেহ শনিবার তাঁর নিজের জন্মভিটে ত্রিপুরার আগরতলা সংলগ্ন বিশালগড়ে গিয়ে পৌছে। এ দিন তাঁর পরিবারের সদস্য ও এলাকার মানুষ চোখের জলে বীর জওয়ানকে শেষ বিদায় জানান।
৩৪ বছর বয়সী বিজয় দেববর্মা ভারত-চিন সীমান্তে কর্তব্যরত থাকার সময় বরফের বিশাল টুকরো ভেঙে পড়ে আহত হন। এরপর কয়েকদিন হাসপাতালে তাঁর চিকিতসা চলছিল। কিন্তু গত বুধবার চিকিতসাধীন অবস্থায় তিনি মারা যান। এরপর শনিবার তাঁর কফিনবন্দি দেহ আগরতলায় পৌছে।
এ দিকে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব টুইট করে এই বীর শহিদের প্রতি তাঁর শ্রদ্ধা জানান। টুইটে তিনি লিখেছেন, ‘ভারত মাতার বীর সন্তান, রাজ্যের গর্ব, বিজয় দেববর্মার মহান আত্মবলিদানকে আমার সহস্র প্রণাম। দেশের সেবা করতে গিয়ে এই জওয়ানের আপোষহীন বীরত্ব, শ্রদ্ধার সঙ্গে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি তাঁর আত্মীয় পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি।’