Barak UpdatesHappeningsBreaking News
চাকরিপ্রার্থীদের জন্য পরীক্ষার দুইদিন নয়টি রুটে বাসের ব্যবস্থা করল জেলা প্রশাসন
ওয়েটুবরাক, ২০ আগস্ট : তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদের পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সুবিধার জন্য জেলার নয়টি রুটে বাসের ব্যবস্থা করেছে কাছাড় প্রশাসন৷ অতিরিক্ত জেলাশাসক দীপক জিডুং জানান, ন্যায্যভাড়ায় ওই সব বাসে চলার সুবিধা পাবেন পরীক্ষার্থীরা৷
রুটগুলি হলো : ১. শিলচর লিংক রোড এএসটিসি ক্যাম্পাস থেকে আইরংমারা হয়ে বড়জালেঙ্গা ২. রাঙিরখাড়ি থেকে সোনাবাড়িঘাট, নরসিংপুর, কাবুগঞ্জ, ধলাই, ভাগা হয়ে হাওয়াইথাঙ ৩. রাঙিরখাড়ি থেকে সোনাবাড়িঘাট, নরসিংপুর, কাবুগঞ্জ, দর্মি, পালংঘাট, আমড়াঘাট ৪. রাঙিরখাড়ি থেকে সোনাবাড়িঘাট, সোনাই, কচুদরম হয়ে হাতিখাল ৫. সদরঘাট থেকে বাঁশকান্দি, উজান তারাপুর, পয়লাপুল, ফুলেরতল হয়ে লক্ষ্মীপুর ৬. সদরঘাট থেকে উধারবন্দ, শালগঙ্গা, কুম্ভীরগ্রাম হয়ে কুম্ভা ৭. শিলচর লিংক রোড এএসটিসি ক্যাম্পাস থেকে তারাপুর ইন্ডিয়া ক্লাব, বদরপুরঘাট, কাটিগড়া, কালাইন. গুমড়া হয়ে জালালপুর ৮. দেবদূত পয়েন্ট থেকে রানিঘাট, বড়যাত্রাপুর. গণিরগ্রাম, ফুলবাড়ি, কাটিগড়া, লাঠিমারা হয়ে রাজাটিল্লা৷ এবং ৯. শিলচর লিংক রোড এএসটিসি ক্যাম্পাস থেকে নেট্রিপ, ডলু, বড়খলা, জারইলতলা বিহাড়া হয়ে কালাইন৷
আগামী ২১ ও ২৮ তারিখে ভোর সাড়ে ছয়টা থেকে বাসগুলি চালানো হবে৷ পরীক্ষা শেষে ওই রুটেই এরা আবার পরীক্ষার্থীদের ফিরিয়ে দেবে।