Barak UpdatesHappeningsBreaking News
গ্লুকোমা সচেতনতায় শিলচরে পথচলা
ওয়েটুবরাক, ৬ মার্চঃ আগামী বারো মার্চ বিশ্ব গ্লুকোমা দিবস। একে সামনে রেখে সপ্তাহব্যাপী গ্লুকোমা সচেতনতা অভিযান হাতে নিয়েছে শিলচরের চৌধুরী আই হসপিটাল। গত রবিবার প্রথম দিনে শহরে এক সচেতনতা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। অনেক ডাক্তার, নার্স, অন্যান্য স্বাস্থ্যকর্মী এবং সমাজসেবীরা তাতে পা মেলান। নেতৃত্ব দেন চৌধুরী আই হসপিটালের কর্ণধার ডা. এইচকে চৌধুরী। তিনি বলেন, গ্লুকোমা চোখের একটি রোগ। এই রোগ নীরবে দৃষ্টিশক্তি নষ্ট করে দেয়। চল্লিশোর্ধ্ব যে কেউ এই রোগে আক্রা্ন্ত হতে পারেন। সে জন্য নিয়মিত চক্ষু পরীক্ষা করানো জরুরি। বছরে অন্তত একবার চক্ষু পরীক্ষা করাতে তিনি পরামর্শ দেন। গ্লুকোমা রোগীর নিকটাত্মীয়দেরও এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই তাদের বেশি সজাগ থাকতে বলেন।
পরিসংখ্যান তুলে ধরে ডা. চৌধুরী বলেন, বিশ্বে এক কোটি লোক এখন গ্লুকোমায় দৃষ্টিহীন। কিন্তু প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে এবং সঠিক চিকিৎসা হলে গ্লুকোমা সেরে যায়। গ্লুকোমা চিকিতসার সব ধরনের সরঞ্জাম শিলচরেই রয়েছে বলে তিনি সবাইকে আশ্বস্ত করেন। জানান, সে জন্য উদ্বেগে বাইরে ছোটাছুটির প্রয়োজন নেই।
চল্লিশোর্ধ্বদের দৃষ্টিশক্তির অসুবিধা হলে, কিংবা চোখের যন্ত্রণা, মাথাব্যথা, ঘন ঘন চশমার পাওয়ারের পরিবর্তন প্রয়োজন ইত্যাদি চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে বলেন ডা. চৌধুরী।