HappeningsBreaking News

গুয়াহাটি বিস্ফোরণ, রঞ্জন দৈমারি সহ ১৫ জনকে দোষী সাব্যস্ত আদালতের
Ranjan Daimary along with 15 others declared guilty in Guwahati blast by CBI court

২৮ জানুয়ারি : ২০০৮ সালের ৩০ অক্টোবর আসামে ধারাবাহিক বোমা বিস্ফোরণের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সোমবার রায় দিল সিবিআইয়ের বিশেষ আদালত। এই রায়ে মূল অভিযুক্ত রঞ্জন দৈমারি সহ অন্য ১৪ জনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। তবে এই দোষীদের বিরুদ্ধে আগামী ৩০ জানুয়ারি আদালত শাস্তি ঘোষণা করবে।

রঞ্জন দৈমারি ছাড়াও অভিযুক্তদের মধ্যে রয়েছে জর্জ বড়ো, জয়ন্ত ব্রহ্ম, অজয় বসুমাতারি, প্রভাত বড়ো, রাজু সরকার, খর্গেশ্বর বসুমাতারি, রাজেন গয়ারি, বি থরাই ওরফে বাইসাগী, লক বসুমাতারি, আনসাই বড়ো, ইন্দ্র বড়ো, নীলম দৈমারি ও মৃদুল গয়ারি। ঘটনার ১০ বছর পর সিবিআই আদালত এদের বিরুদ্ধে রায় ঘোষণা করল। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০(বি), ১২২, ১২৩ ও ৩০২ ধারার অধীনে মামলা চলেছে।

প্রসঙ্গত, গুয়াহাটি, কোকরাঝাড়, বঙ্গাইগাঁও ও বরপেটায় ধারা বিস্ফোরণে ২০০৮ সালের ৩০ অক্টোবর ৮৮ জনের প্রাণ গিয়েছিল। বিস্ফোরণে আহত হয়েছিলেন ৫৮০ জন। বিস্ফোরণের ঘটনার মূল অভিযুক্ত ছিল এনডিএফবি-র রঞ্জন দৈমারি। বিশেষ সূত্রে জানা গেছে, দোষীদের বিরুদ্ধে জরিমানা সহ ১০ বছরের জেল, এমনকি ফাঁসি পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ দিকে, ২০১৩ সালের জুন থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিল রঞ্জন দৈমারি। সোমবার আদালত তাকে দোষী সাব্যস্ত করার পর জামিন বাতিল করা হয়। সে অনুযায়ী এ দিনই আদালত চত্বর থেকে পুনরায় গ্রেফতার করা হয় দৈমারিকে। তাকে এখন গুয়াহাটি কেন্দ্রীয় কারাগারে রাখা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker