NE UpdatesAnalyticsBreaking News
গুয়াহাটি পৌছলেন দু’দেশের ক্রিকেট তারকারা
গুয়াহাটি, ৯ জানুয়ারি : তিন মাসের বিরতির পর গুয়াহাটিতে পুনরায় একটি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এই ম্যাচকে ঘিরে ক্রিকেট অনুরাগীদের মধ্যে ব্যাপক উতসাহ-উদ্দীপনা দেখা গিয়েছে। এর মধ্যে শনিবার মধ্যরাত থেকে ক্রিকেট তারকারা আসতে শুরু করায় ক্রিকেট প্রেমীদের উতসাহ আরও বেড়ে গিয়েছে। রাতে স্পাইস জেটের বিশেষ বিমানে বরঝার বিমানবন্দরে উপস্থিত হন বেশ কয়েকজন খেলোয়াড়। বিমানবন্দরেই তাদের উষ্ণ স্বাগত জানানো হয়।
উল্লেখ্য, গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ১০ জানুয়ারি ভারত ও শ্রীলঙ্কার মধ্যে একদিনের ম্যাচের সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়।
উল্লেখ্য, দুটি দলই রয়েছে গুয়াহাটির হোটেল রেডিশন ব্লুতে। টি ২০ দলে না থাকা কয়েকজন খেলোয়াড় ৭ জানুয়ারিই গুয়াহাটি এসে পৌছেছেন। বাকিরা এসেছেন ৮ জানুয়ারি। ৯ জানুয়ারি দুটি দলের খেলোয়াড়দের অনুশীলনে অংশ নেওয়ার কথা রয়েছে। এ দিন বিকেল ১টা থেকে ৪টা পর্যন্ত শ্রীলঙ্কা দল এবং সন্ধ্যা ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ভারতীয় দল অনুশীলন করবে।
উল্লেখ্য, এর আগে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে হওয়া ম্যাচটিতে কারিগরি ত্রুটির জন্য খেলা চলাকালীন লাইট হঠাত বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এ বার টেন্ডার দিয়ে পুরনো সব লাইট বদল করার প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে।