Barak UpdatesHappeningsBreaking News
গান্ধী শান্তি পুরস্কার ডা. লক্ষণ দাসকে, সোমবার গান্ধীভবনে অনুষ্ঠান
ওয়েটুবরাক, ২৯ সেপ্টেম্বর : মহাত্মা গান্ধী শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ডা. কুমারকান্তি দাস৷ তিনি অবশ্য সকলের কাছে লক্ষণ দাস নামেই পরিচিত৷ রোগী ও তাঁর পরিজনেরা বলেন ভগবান দাস৷ অত্যন্ত জনপ্রিয় এই চিকিৎসককে শিলচর গান্ধী শান্তি প্রতিষ্ঠান মর্যাদাসম্পন্ন পুরস্কারের জন্য বেছে নিয়েছেন সমাজের প্রতি তাঁর নিঃস্বার্থ সেবা এবং দায়বদ্ধতার জন্য৷
আগামী ২ অক্টোবর সকাল আটটায় গান্ধীজয়ন্তীতে তাঁকে এই পুরস্কার প্রদান করা হবে৷ সে দিন গান্ধীভবনে গান্ধীজয়ন্তীর অনুষ্ঠানেই তাঁকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে৷ শিলচর গান্ধী শান্তি প্রতিষ্ঠানের সভাপতি, প্রাক্তন পুরপ্রধান শান্তনু দাস জানান, ঠিক সকাল আটটায় গান্ধীজির প্রতিমূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠান শুরু হবে৷ সংক্ষিপ্ত অনুষ্ঠানেই পুরস্কারটি তুলে দেওয়া হবে কল্যাণী হাসপাতালের পরিচালক, বিশিষ্ট শল্যচিকিৎসক কুমারকান্তি দাসের হাতে৷