SportsBreaking News
গর্জে উঠলেন রোহিত, আইপিএল মুম্বইয়েরই
১০ নভেম্বর: এ বারের আইপিএলের শুরু থেকেই ফেভারিটদের তালিকায় জায়গা করে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। টুর্নামেন্ট শুরুর পর নিরাশ করেননি শ্রেয়সরা। দুর্দান্ত লড়াই করে ধাপে ধাপে এগোতে থাকেন তরুণ তুর্কিরা। কিন্তু শেষমেশ আর পারলেন না। আইপিএলের একচ্ছত্র মালিক হয়ে ওঠা মুম্বইকে রোখা গেল না এবারও। চোট সারিয়ে গর্জে উঠলেন রোহিত। আর আরও একবার নিজেকে আইপিএলের সেরা অধিনায়ক ও ব্যাটসম্যান বলে প্রমাণ করলেন তিনি। নিজের ২০০-তম আইপিএল ম্যাচে খেললেন অধিনায়কোচিত ইনিংস৷ ইশান কিসান, ডি কক এবং সূর্যকুমার তাঁকে যোগ্য সঙ্গত দেন৷ ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্সের জন্য ৫ উইকেটে দিল্লিকে হারিয়ে পঞ্চমবার আইপিএল খেতাব জিতে নিল মুম্বই ইন্ডিয়ান্স৷
এ দিন শূন্য রানে তিন উইকেট পড়ে গিয়েছিল দিল্লির৷ ইনিংসের হাল ধরেন শ্রেয়স আয়ার ও ঋষভ পন্থ৷ ঋষভ ৩৮ বলে ৫৬ রান করে আউট হন৷ শ্রেয়স ৬৫ রানে অপরাজিত থাকেন৷ ২০ ওভারে ৭ উইকেট খুইয়ে দিল্লি ক্যাপিটেলস করে ১৫৬ রান৷ তিনটি উইকেট নেন বোল্ট৷ জবাবে ব্যাট করতে নেমে মুম্বইর অধিনায়ক রোহিত ডি কককে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন৷ ৫১ বলে ৬৮ রান করেন তিনি৷