HappeningsBreaking News
খেল মহারণ : উত্তর করিমগঞ্জের পুরস্কার বিতরণী সভা মঙ্গলবার
ওয়েটুবরাক, ১৮ ডিসেম্বর : মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার উদ্যোগে রাজ্যের তৃণমূল স্তর থেকে ভবিষ্যৎ প্রজন্মের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে সমগ্র রাজ্য জুড়ে আসাম সরকার খেল মহারণ নামে যে বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধূলার আয়োজন করেছে, উত্তর করিমগঞ্জেও বিধানসভা সমষ্টি ভিত্তিক তা অনুষ্ঠিত হয়েছে৷ সেখানে খেলাধূলা হয় গত ৯ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত। উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি ভিত্তিক খেল মহারণে বিভিন্ন বিভাগে বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ১৯ ডিসেম্বর বিকাল তিনটায় করিমগঞ্জ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান শুরু হবে প্রদীপ প্রজ্জ্বলন ও সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে। খেলাধুলায় বিজয়ীদের পুরস্কার বিতরণ ছাড়াও থাকবে জেলার ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান থাকা বিশিষ্ট ক্রীড়াবিদদের সংবর্ধনা এবং আসাম সরকারের ঐতিহাসিক আয়োজন খেল মহারণকে স্মরণীয় রাখার উদ্দেশ্যে একটি স্মরণিকা উন্মোচন। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলাশাসক মৃদুল কুমার যাদব, পুলিশ সুপার পার্থ প্রতিম দাস, জেলা উন্নয়ন আয়ুক্ত দীপক জিডুং এবং জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অমলেশ চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি ভিত্তিক খেল মহারণের সভাপতি সুব্রত ভট্টাচার্য সকল অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন৷