Barak UpdatesHappeningsBreaking News
ক্যানসার হাসপাতালেও এক করোনা আক্রান্তের মৃত্যু, জেলায় মৃত ছয়
ওয়েটুবরাক, 17 জানুয়ারিঃ কাছাড় ক্যানসার হাসপাতালেও সোমবার রাতে করোনায় আক্রান্ত একজনের মৃত্যু হয়। তিনি হলেন ধোয়ারবন্দ নয়াগ্রামের শিবাণীরানি মল্লিক। তাঁকে নিয়ে এ দিনে কাছাড় জেলায় করোনায় মোট ছয়জন প্রাণ হারান। শিবাণীদেবী ছাড়া অন্যরা হলেন, মালুগ্রামের নারায়ণ দাস, কাটিগড়ার আব্দুল হালিম বড়ভুইয়া, জয়ন্তী সেনগুপ্ত, কালীপদ ভৌমিক এবং বিজয়কুমার সিং।
মালুগ্রামের নারায়ণ দাসকে মস্তিষ্কে রক্তক্ষরণের দরুন গত সপ্তাহে নেইগ্রিমসে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে একটি অস্ত্রোপচারও হয় তাঁর। পরে কোভিড ধরা পড়ে। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় কোভিড আইসিইউ-তে। কিন্তু বেঁচে ফিরতে পারলেন না। তাঁকে সোমবারই শিলং থেকে শিলচরে নিয়ে আসা হচ্ছে। দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের অনুমতিতে শিলচর শ্মশানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
কাটিগড়া হরিনগরের আব্দুল হালিম বড়ভুইয়া সোমবার গ্রিন হিলসে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বাকি তিনজন ভর্তি ছিলেন শিলচর মেডিক্যাল কলেজে।
কোভিডের তৃতীয় ঢেউ আসার পর আজই একলাফে মৃতের সংখ্যা ছয়ে পৌঁছে গিয়েছে। এতদিন এক-দুইজনই করোনায় প্রাণ হারাচ্ছিলেন। আচমকা এমন বৃদ্ধিতে জেলা জুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
তবে শিলচর মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. ভাস্কর গুপ্ত বলেন, শঙ্কিত হওয়ার চেয়ে সাবধানতাই বেশি জরুরি। তিনি মনে করছেন, আজকের এত মৃত্যু কাকতালীয় ভাবে একদিনে ঘটে গিয়েছে। মৃত্যুর এমন ধারাবাহিকতা শুরু হয়নি। বৃদ্ধ এবং অন্যান্য উপসর্গ যাদের রয়েছে, করোনায় আক্রান্ত হলেই চিকিতসকের পরামর্শ নিতে বলেন তিনি। তাঁর কথায়, তাঁরাই বেশি গুরুতর হয়ে পড়ছেন।