Barak UpdatesHappeningsBreaking News
ক্যানসার হাসপাতালকে ২০০ পিপিই কিট দিল রোটারি পিঙ্ক
ওয়েটুবরাক, ২৮ জুলাই ঃ কাছাড় ক্যানসার হাসপাতাল করোনার প্রতিটি ঢেউয়ে ক্যানসার রোগীদের সেবায় নিয়োজিত রয়েছে। বরং এখানকার রোগীদের বাইরে যাওয়া বন্ধ হয়ে যায় বলে এই সময়ে তাদের চাপ অনেকটা বেড়ে যায়। আর তা করতে গিয়ে দুই বারই হাসপাতালের বহু ডাক্তার, নার্স সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা কোভিডে আক্রান্ত হয়েছেন। সংক্রমিত হন বেশ কয়েকজন প্রশাসনিক কর্মী। রেহাই মেলেনি ঝাড়ুদেরও।
এ সবেরই স্বীকৃতি স্বরূপ কাছাড় ক্যানসার হাসপাতালকে ২০০ পিপিই কিট প্রদান করেছে রোটারি ক্লাব অব শিলচর পিঙ্ক। গত ২৫ জুলাই মহিলা রোটারিয়ানদের একটি দল কাছাড় ক্যানসার হাসপাতালে যান। ডিরেক্টর পদ্মশ্রী ডা. রবি কান্নানের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁর হাতেই তুলে দেন পিপিই কিটগুলি। ডা. কান্নান ডেকে নেন অন্যান্য চিকিতসক, নার্সদের। তিনি মহিলা রোটারিয়ানদের পৃথক ক্লাব তৈরি এবং সমাজের জন্য তাঁদের কাজের মানসিকতার ভূয়সী প্রশংসা করেন। সংক্ষিপ্ত অনুষ্ঠানে রোটারি পিঙ্কের পক্ষে শমিতা দত্ত ক্যানসার হাসপাতালের প্রত্যেক চিকিৎসক, কর্মীদের অসামান্য অবদানের কথা উল্লেখ করেন। রোটারি ক্লাব অব শিলচর পিঙ্কের পক্ষে পর্ণশ্রী ভট্টাচার্য এবং শান্তা রায়ও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এর আগে মহিলা রোটারিয়ানদের এই ক্লাব উধারবন্দ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ১০০টি পিপিই কিট প্রদান করেছে।