Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়ে ৪০ জন বয়নশিল্পীকে সরকারি সহায়তা
ওয়েটুবরাক, ১৪ জুলাই:– হস্ত তাত বিভাগে চলতি অর্থবছরের ইনকাম জেনারেশন ইন্টারভেনশন প্রকল্পের অধীনে কাছাড় জেলার ৪৪ জন বয়নশিল্পীকে ফ্লাই -শাটল ফ্রেম সহ বিভিন্ন হস্ততাত ও বস্ত্র সামগ্রী বিতরণ করা করা হয। শিলচরের জ্যোতি কলা কেন্দ্রে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এই সামগ্রী বিতরণ করেন জেলাশাসক কীর্তি জল্লি। তিনি তার বক্তব্যে বলেন, আসামের হস্ততাত ও বস্ত্র উৎপাদিত সামগ্রী সমগ্র দেশ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষের কাছে জনপ্রিয়। তাই এখানকার বিশেষ করে মণিপুরি ফানেক/মেখলা উৎপাদন করে মহিলা বয়ান শিল্পীরা ব্যাপক ভাবে উপকৃত হতে পারবেন l
দেশের বাইরে থাকা মানুষ অনলাইন অর্ডার করে এই সামগ্রী যাতে ক্রয় করতে পারেন সে ব্যাপারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে পরামর্শ দেন জেলাশাসক। অনুষ্ঠানে ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার রাজীব রায় এই প্রসঙ্গে বিভাগটির সামগ্রী গ্রহণ করে মহিলাদের হস্ততাত ও বস্ত্রশিল্প উৎপাদনের ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন এবং বলেন যে এখন থেকে এই সামগ্রীর দ্বারা মহিলারা উৎপাদনের পরিমাণ তিনগুণ বৃদ্ধি করতে পারবেন l এতে উপস্থিত শিলচর সাংসদের প্রতিনিধি পুলক দাসও প্রাসঙ্গিক বক্তব্য রাখেন এবং বলেন যে বর্তমান রাজ্য সরকার সমগ্র রাজ্যে গ্রাম ও শহর অঞ্চলের মহিলাদের আয় বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে।
অনুষ্ঠানের শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন হস্ততাত ও বস্ত্রশিল্প বিভাগের সহকারি সঞ্চালক এল হিরালাল সিংহ৷