NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
কলেজে নিযুক্তির জন্য একটাই বোর্ড হবে, পরিকল্পনা পেগুর
ওয়েটুবরাক, ১০জুন : রাজ্যের শিক্ষামন্ত্রী ড. রণোজ পেগু বিদ্যালয়গুলির সংযুক্তিকরণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে শিক্ষা আধিকারিকদেরকে নির্দেশ দিয়েছেন। তিনি আজ বৃহস্পতিবার শিলচরে জেলার শিক্ষাবিভাগের অফিসার এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান সহ কলেজগুলির অধ্যক্ষদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন৷ তিনি বলেন, রাজ্য সরকার কলেজগুলিতে নিযুক্তির জন্য সেন্ট্রালাইজড রিক্রুটমেন্ট বোর্ড গঠন করার চিন্তাভাবনা চলছে।
শিক্ষামন্ত্রী শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি পরিদর্শন করেন৷ ওই প্রতিষ্ঠানটির বাউন্ডারি ওয়াল নির্মাণ রাজ্য সরকার করে দেবে বলে জানিয়ে দেন৷ ক্যাম্পাসে থাকা ছাত্রদের কোভিড ভ্যাক্সিনেশনের জন্যও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
সতীৰ্থ বিধায়ক কৌশিক ৰায় আৰু দিপায়ন চক্ৰৱৰ্তীৰ সৈতে শিলচৰ আৰ্ৱত্ত ভৱনত জিলা শিক্ষা বিষয়া আৰু কেইবাখনো মহাবিদ্যালয়ৰ অধ্যক্ষৰ সৈতে কাছাৰ জিলাৰ শৈক্ষিক দিশৰ ওপৰত এখনি গুৰুত্বপূৰ্ণ সভাত অংশ লওঁ। pic.twitter.com/93gbN8C2IS
— Ranoj Pegu (@ranojpegu) June 10, 2021
শিলচর পলিটেকনিক পরিদর্শন করে ওই শিক্ষাপ্রতিষ্ঠানটির খালি থাকা শিক্ষক পদগুলি পূরণ করতে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেন। শিলচরের মহিলা কলেজ এ দিন পরিদর্শন করেন মন্ত্রী পেগু৷ ওই কলেজের নির্মাণকাজ বিধায়ক দীপায়ন চক্রবর্তী দেখবেন বলে জানান তিনি। শিলচরের একে চন্দ ল কলেজটিও পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী৷ সেখানে জানান, রাজ্য সরকার যে ৯টি আইন পড়ার কলেজ স্থাপন করবে এর মধ্যে নীতি-নিয়ম মেনে এই কলেজটিকেও রাখা যায় কিনা তা খতিয়ে দেখা হবে। বড়খলার মডেল ডিগ্রি কলেজটির সীমানা দেয়াল এবং গেটের অসম্পূর্ণ কাজ শীঘ্রই শেষ করা হবে বলেও তিনি জানান। শিলচরের বিদ্যালয় পরিদর্শক সামিনা ইয়াসমিন রহমান শিক্ষা মন্ত্রী ডক্টর পেগুর সঙ্গে ছিলেন।