India & World UpdatesHappeningsBreaking News
করোনা আতঙ্ক : চিন থেকে ৪২৩ যাত্রী নিয়ে দিল্লি পৌছল বিমান
১ ফেব্রুয়ারি : চীনে করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে সে দেশের ইউহান প্রদেশে আটকে পড়া ভারতীয় লোকদের নিয়ে দিল্লি পৌঁছল এয়ার ইন্ডিয়ার ডাবল ডেকার জাম্বো ৭৪৭ বিমান। শুক্রবার রাতে ৪২৩ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমান চীন থেকে ভারত অভিমুখে রওনা দেয়। এই বিমানে দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালের পাঁচজন চিকিৎসকের একটি দল ছিল। চিকিৎসক ছাড়াও ছিল একটি প্যারামেডিকেল দল। জানা গেছে, ভারতের চিকিৎসক দলটি পাঁচ রকমের প্রয়োজনীয় ওষুধ, মাস্ক ইত্যাদি সামগ্রী নিয়ে যায়।
প্রাপ্ত খবরে জানা গেছে, ভারতীয়দের নিয়ে শুক্রবার রাতে রওনা দেওয়া বিমানটি শনিবার সকাল সাতটা নাগাদ নতুন দিল্লিতে পৌঁছে। উল্লেখ্য চীনের ইউহান প্রদেশের প্রান্তীয় রাজধানী হুয়েই করোনা ভাইরাস সংক্রমনের মুখ্য অঞ্চল হিসেবে বিবেচিত হয়েছে। জানা গেছে, ওই অঞ্চলে এদেশের প্রায় ৭০০ লোক রয়েছেন। এই ভারতীয়দের মধ্যে বেশিরভাগই চিকিৎসা বিজ্ঞানের ছাত্র ও গবেষক। তবে এর মধ্যে বহু ছাত্রই উৎসব ও অন্যান্য ছুটির জন্য দেশে এসেছিলেন।
উল্লেখ্য চীনের ইউহান প্রদেশের বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে রাখা হয়েছিল। তবে চীনে আটকে পড়া বিভিন্ন দেশের যাত্রীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর জন্য বিমানবন্দরটি খুলে দেওয়া হয়েছে।