NE UpdatesHappeningsBreaking News
কনকলতা : মহিলা আত্মসহায়ক গোষ্ঠীকে ২৫ হাজার করে চেক দিলেন মুখ্যমন্ত্রী
১ ফেব্রুয়ারি : আসামের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের আওতাধীন রাজ্য গ্রামীণ জীবিকা অভিযানের মাধ্যমে শনিবার গুয়াহাটিতে আয়োজিত এক মহিলা সমারোহে কুড়ি হাজার আত্মসহায়ক গোষ্ঠীকে ২৫ হাজার টাকা করে চেক বিতরণের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। রাজ্যের মহিলাদের সামাজিকভাবে সবল ও আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য ২০১৮ সালের ১ এপ্রিল থেকে আসাম সরকার এই কনকলতা মহিলা সরলীকরণ প্রকল্প শুরু করেছিল।
শনিবার দ্বিতীয় পর্যায়ে রাজ্যের মহিলা আত্মসহায়ক গোষ্ঠীগুলোকে ঘূর্ণায়মান পুঁজি বিতরনের জন্য আয়োজিত সমারোহে এই চেকগুলো তুলে দেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। মুখ্যমন্ত্রী এ দিন মহিলাদের মহাশক্তি বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেটি বাঁচাও বেটি পড়াও, উজ্জ্বলা যোজনা, স্বচ্ছ ভারত অভিযান ইত্যাদির মাধ্যমে সমাজে মহিলাদের মর্যাদা বৃদ্ধি করেছেন। আসাম সরকারও অনুরূপভাবে কনকলতা মহিলা সবলীকরণ প্রকল্পের মাধ্যমে রাজ্যের গ্রাম-শহরের মহিলাদের স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে পদক্ষেপ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী রাজ্যে সব ধরনের পরিস্থিতিতে শান্তি সম্প্রীতি ও বন্ধুত্বের পরিবেশ অটুট রাখতে নারী সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। উল্লেখ্য, এই প্রকল্পের অধীনে প্রায় ৩০ কোটি টাকা ব্যয় হবে।