Barak UpdatesHappeningsAnalyticsBreaking News
এনআরসিঃ বরাক শান্তিপূর্ণ
সকল আশঙ্কা অমূলক করে দিয়ে আজ চূড়ান্ত খসড়া প্রকাশের পর অবশ্য কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। স্পর্শকাতর হিসেবে ঘোষিত এলাকাতেও সারা দিন শান্তি বজায় থাকে। প্রশাসনের পক্ষ থেকে কিছুদিন ধরেই ব্যাপক প্রচার করা হচ্ছিল, যাদের নাম থাকবে না, তাঁরা ৭ অগস্টের পর দাবি জানানোর সুযোগ পাবেন। এখনই কারও বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করা হবে না। শাসক দলের তরফেও বুথস্তর পর্যন্ত সভা-সমিতি করে একই কথা জানানো হয়। তাদের প্রচার অনেকটাই কাজে দিয়েছে। আজও স্থানে স্থানে ঘুরে একই কথা বলছেন বিজেপি নেতৃবৃন্দ। স্থানে স্থানে পুলিশ-সিআরপি মোতায়েন করা হলেও কোথাও কোনও বাড়াবাড়ির অভিযোগ নেই। পুলিশ জানিয়েছে, চতুর্দিকে কড়া নজর রাখছেন তাঁরা। প্রথমদিন নির্বিঘ্নে কেটেছে বলে ঢিলেঢালা দেওয়া হবে না।
এ দিকে, এনআরসি নিয়ে আতঙ্ক ছড়ানোর অভিযোগে দুদিন আগে হাইলাকান্দিতে একজনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সাব্বির শাহ। তার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১২০ (খ), ১৫৩, ১৫৩ (ক), ৫০৭ এবং তথ্য প্রযুক্তি আইনের ৬৬ (ক)(খ) ধারায়ও মামলা করা হয়েছে। আদালতের নির্দেশে তাঁকে পরে জেলে পাঠানো হয়।